Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস কনফারেন্স 2022 কত তারিখে অনুষ্ঠিত হবে?
(ক) ২২শে এপ্রিল
(খ) ২৩শে এপ্রিল
(গ) ২৪শে এপ্রিল
(ঘ) ২৫শে এপ্রিল
উত্তরঃ (ঘ) ২৫শে এপ্রিল
প্রশ্নঃ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান থেকে কে পদত্যাগ?
(ক) আমিত ত্যাগী
(খ) সঞ্জয় রাওয়াত
(গ) ভুপেন্দ্র সিং
(ঘ) রাজীব কুমার
উত্তরঃ (ঘ) রাজীব কুমার
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণে পাম তেল রপ্তানি নিষিদ্ধ করেছে?
(ক) চিন
(খ) ইন্দোনেশিয়া
(গ) ভারত
(ঘ) রাশিয়া
উত্তরঃ (খ) ইন্দোনেশিয়া
প্রশ্নঃ জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস কোন দেশে যাচ্ছেন?
(ক) চিন
(খ) ডেনমার্ক
(গ) ব্রাজিল
(ঘ) রাশিয়া
উত্তরঃ (ঘ) রাশিয়া
প্রশ্নঃ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবেলায় কোন সংস্থা সাহায্য করে?
(ক) United Nations
(খ) World Bank
(গ) IMF
(ঘ) ADB
উত্তরঃ (খ) World Bank
প্রশ্নঃ সিরাম কত মিলিয়ন ডোজ অতিরিক্ত দিয়ে COVID-19 টিকা তৈরি করা বন্ধ করে দেয়?
(ক) ১০০
(খ) ৪০০
(গ) ৩০০
(ঘ) ২০০
উত্তরঃ (ঘ) ২০০
প্রশ্নঃ ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক চেয়ারম্যান আলম ক্রম্পটন কত বছর বয়সে মারা গেছেন?
(ক) ৮১
(খ) ৬৮
(গ) ৫২
(ঘ) ৭৫
উত্তরঃ (ক) ৮১
প্রশ্নঃ সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প বসনিয়া কাঁপছে?
(ক) ৪.২
(খ) ৩.৮
(গ) ৭.১
(ঘ) ৫.৭
উত্তরঃ (ঘ) ৫.৭
প্রশ্নঃ আগরতলা থেকে ইন্দো-বাংলা রেল সংযোগ প্রকল্প শেষ হবে কত সালে?
(ক) সেপ্টেম্বার ২০২২
(খ) ডিসেম্বর ২০২২
(গ) নভেম্বর ২০২২
(ঘ) আগস্ট ২০২২
উত্তরঃ (খ) ডিসেম্বর ২০২২
প্রশ্নঃ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক কত তারিখে যোগ প্রভা আয়োজন করবে?
(ক) ২২শে এপ্রিল
(খ) ২৩শে এপ্রিল
(গ) ২৪শে এপ্রিল
(ঘ) ২৫শে এপ্রিল
উত্তরঃ (ঘ) ২৫শে এপ্রিল
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ