Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ লোকসভার স্পিকার ওম বিড়লা ৩ দিনের সফরে কোন দেশে যাচ্ছেন?
(ক) মম্বোডিয়া
(খ) জাপান
(গ) ভিয়েতনাম
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (গ) ভিয়েতনাম
প্রশ্নঃ রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন থেকে কত মানুষ দেশ ছেড়ে পালিয়েছে?
(ক) ৮ মিলিয়ন
(খ) ৫ মিলিয়ন
(গ) ৬ মিলিয়ন
(ঘ) ৩ মিলিয়ন
উত্তরঃ (খ) ৫ মিলিয়ন
প্রশ্নঃ কতবারের জন্য খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের জন্য মোবাইল অ্যাপ চালু হয়েছে?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (খ) দ্বিতীয়
প্রশ্নঃ IMF 2022 সালের জন্য বৈশ্বিক দৃষ্টিভঙ্গি 4% থেকে কত শতাংশ কমিয়েছে?
(ক) 3.2%
(খ) 3.4%
(গ) 3.6%
(ঘ) 3.8%
উত্তরঃ (গ) 3.6%
প্রশ্নঃ বিখ্যাত সংকট মোচন সঙ্গীত উত্তরপ্রদেশের কোন শহরে শুরু হবে?
(ক) লখনৌ
(খ) বারানাসি
(গ) প্রয়াগরাজ
(ঘ) কানপুর
উত্তরঃ (খ) বারানাসি
প্রশ্নঃ কোন দেশ ইউক্রেনে মাস্ক, হাজামত স্যুট, ড্রোন পাঠাবে?
(ক) চিন
(খ) ইন্দোনেশিয়া
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) জাপান
উত্তরঃ (ঘ) জাপান
প্রশ্নঃ সলোমন দ্বীপপুঞ্জ কোন দেশের সাথে ল্যান্ডমার্ক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) চিন
প্রশ্নঃ ধ্বংসাত্মক স্যাটেলাইট পরীক্ষা নিষিদ্ধ করার প্রথম দেশ কোন দেশ?
(ক) কানাডা
(খ) ইংল্যান্ড
(গ) ভারত
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ কোন দেশ ডারবান বন্যার জন্য ত্রাণ চালু করেছে?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) ভারত
(গ) চিন
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (ক) দক্ষিণ আফ্রিকা
প্রশ্নঃ কোন সংস্থা বলছে যে এটি ইউক্রেনীয় বন্দর শহর মারিউপোলের হাসপাতালে দুটি জেনারেটর সরবরাহ করতে লড়াই করছে?
(ক) WHO
(খ) UN
(গ) UNISEF
(ঘ) ADB
উত্তরঃ (ক) WHO
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ