LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 05-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 05-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 


প্রশ্নঃ 2021-2022 সালে রপ্তানি কত বিলিয়ন ডলার ছাড়িয়েছে?

(ক) ১৮২ ডলার

(খ) ৩৪৮ ডলার

(গ) ৪১৮ ডলার

(ঘ) ৫২৮ ডলার

উত্তরঃ (গ) ৪১৮ ডলার


প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ডোপিং বিরোধী পরীক্ষা জোরদার করতে নতুন বিরল রাসায়নিক "রেফারেন্স সামগ্রী" চালু করেছেন?

(ক) আমিত শাহ

(খ) আনুরাগ সিং ঠাকুর

(গ) রাজনাথ সিং

(ঘ) ডঃ জিতেন্দ্র সিং

উত্তরঃ (খ) আনুরাগ সিং ঠাকুর


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ জার্মানিকে ২-১ গোলে হারিয়ে মহিলা জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে?

(ক) ব্রাজিল

(খ) চিন

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) ভারত

উত্তরঃ (ঘ) ভারত


প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কত মূল্যের 4টি NH প্রকল্পের উদ্বোধন করেন?

(ক) ১৪৬৬ কোটি

(খ) ১৩৫৭ কোটি

(গ) ১১৯৪কোটি

(ঘ) ১৮৪৫ কোটি

উত্তরঃ (ক) ১৪৬৬ কোটি

প্রশ্নঃ চিফ আর্মি স্টাফ জেনারেল এম এম নারাভানে তিন দিনের সফরে কোন্‌ দেশে যাচ্ছেন?

(ক) অস্ট্রেলিয়া

(খ) রাশিয়া

(গ) সিঙ্গাপুর

(ঘ) দক্ষিন আফ্রিকা

উত্তরঃ (গ) সিঙ্গাপুর


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য আদানি গ্রুপের সাথে চুক্তি করেছে?

(ক) বাংলাদেশ

(খ) ইরান

(গ) নেপাল

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (ক) বাংলাদেশ


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপ জিতেছে?

(ক) বাংলাদেশ

(খ) পাকিস্থান

(গ) দক্ষিন আফ্রিকা

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তরঃ (ঘ) অস্ট্রেলিয়া


প্রশ্নঃ 7.22 কোটি SAI থেকে কতজন খেলোয়ারকে খেলো ইন্ডিয়া ক্রীড়াবিদদের পকেটের বাইরে ভাতা দেওয়া হবে?

(ক) ৩,৭৮২

(খ) ২,৫০৯

(গ) ৪,৪৩৮

(ঘ) ৬,১৮৫

উত্তরঃ (খ) ২,৫০৯


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা ব্যাপকভাবে অর্থনৈতিক সংকটের কারণে পদত্যাগ করেছে?

(ক) পাকিস্থান

(খ) কানাডা

(গ) নেপাল

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা


প্রশ্নঃ সম্প্রতি কোন ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় ইউনিস, গুলকে পরামর্শক হিসেবে নাম দিয়েছে?

(ক) আফগানিস্থান

(খ) জিম্বাবুই

(গ) শ্রীলঙ্কা

(ঘ) পাকিস্থান

উত্তরঃ (ক) আফগানিস্থান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close