ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022POLITICAL SCIENCEPAGE - AC-93
PART - B
১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে -
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(২) International Relations গ্রন্থটির লেখক -
(ক) ই এইচ কার
(খ) উড্রো উইলসন
(গ) জোশেফ ফ্রাংকেল
(ঘ) অধ্যাপক পারকিনস
উত্তরঃ (ঘ) অধ্যাপক পারকিনস
(৩) UNTO THIS LAST বইটি লিখেছেন -
(ক) গান্ধিজি
(খ) জন রাস্কিন
(গ) জন স্টুয়ার্ট মিল
(ঘ) জন লক
উত্তরঃ (খ) জন রাস্কিন
(৪) Liberalism গ্রন্থটি লিখেছেন -
(ক) টি এইচ গ্রিন
(খ) হব হাউস
(গ) বেন্থাম
(ঘ) ল্যাস্কি
উত্তরঃ (খ) হব হাউস
(৫) এককক্ষ বিশিষ্ট আইন সভা আছে এমন একটি রাষ্ট্র হল -
(ক) গ্রেট ব্রিটেন
(খ) ভারত
(গ) চিন
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (গ) চিন
(৬) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভাকে বলা হয় -
(ক) কংগ্রেস
(খ) ডুমা
(গ) পার্লামেন্ট
(ঘ) শোরা
উত্তরঃ (ক) কংগ্রেস
(৭) আইনসভার জননী বলা হয় -
(ক) ফ্রান্সের পার্লামেন্টকে
(খ) মার্কিন কংগ্রেসকে
(গ) ব্রিটেনের পার্লামেন্টকে
(ঘ) ভারতের পার্লামেন্টকে
উত্তরঃ (গ) ব্রিটেনের পার্লামেন্টকে
(৮) বহুপরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল -
(ক) সুইজারল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) ভারত
(ঘ) গ্রেট ব্রিটেন
উত্তরঃ (ক) সুইজারল্যান্ড
(৯) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পিকার
উত্তরঃ (গ) প্রধানমন্ত্রী
(১০) রাজ্যসভায় সভাপতিত্ব করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পিকার
উত্তরঃ (খ) উপরাষ্ট্রপতি
(১১) স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাজ্যপাল
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তরঃ (গ) রাজ্যপাল
(১২) রাজ্যপালকে 'সোনার খাঁচার বন্দি পাখি' বলেছেন -
(ক) নেহরু
(খ) পাইলি
(গ) সরোজিনী নাইডু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) সরোজিনী নাইডু
(১৩) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্যসংখ্যা হল -
(ক) ১৯৪
(খ) ২৯৪
(গ) ২২০
(ঘ) ২৯৬
উত্তরঃ (খ) ২৯৪
(১৪) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল -
(ক) বিধানসভা
(খ) বিধান পরিষদ
(গ) লোকসভা
(ঘ) রাজ্যসভা
উত্তরঃ (খ) বিধান পরিষদ
(১৫) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন -
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) স্পিকার
উত্তরঃ (ঘ) স্পিকার
(১৬) অর্থবিল প্রথম উন্থাপিত হয় -
(ক) বিধান পরিষদে
(খ) লোকসভায়
(গ) রাজ্যসভায়
(ঘ) হাইকোর্টে
উত্তরঃ (খ) লোকসভায়
(১৭) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণ ব্যবস্থা করতে পারে? -
(ক) ২৬
(খ) ৩২
(গ) ২২০
(ঘ) ২২৬
উত্তরঃ (ঘ) ২২৬
(১৮) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় -
(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(গ)১৯৮৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(১৯) হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল -
(ক) ৫৮ বৎসর
(খ) ৬০ বৎসর
(গ) ৬২ বৎসর
(ঘ) ৬৫ বৎসর
উত্তরঃ (গ) ৬২ বৎসর
(২০) লোক আদালতের জনক হলেন -
(ক) গান্ধিজি
(খ) জওহরলাল নেহেরু
(গ) ইন্দিরা গান্ধি
(ঘ) পি এন ভগবতী
উত্তরঃ (ঘ) পি এন ভগবতী
(২১) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন -
(ক) পঞ্চায়েত প্রধান
(খ) সভাপতি
(গ) বি ডি ও
(ঘ) মহকুমা শাসক
উত্তরঃ (গ) বি ডি ও
(২২) বর্তমান পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হল -
(ক) এক স্তর
(খ) দ্বি স্তর
(গ) ত্রি স্তর
(ঘ) চার স্তর
উত্তরঃ (গ) ত্রি স্তর
(২৩) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় -
(ক) কমিশনার
(খ) কাউন্সিলার
(গ) মেয়র
(ঘ) চেয়ারম্যান
উত্তরঃ (খ) কাউন্সিলার
(২৪) কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা হল -
(ক) ১৩৬ টি
(খ) ১৪০ টি
(গ) ১৪১ টি
(ঘ) ১৪৪ টি
উত্তরঃ (ঘ) ১৪৪ টি
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ