ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022POLITICAL SCIENCEPAGE - AC-69
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ
(১) 'Politics Among Nations' গ্রন্থটির রচয়িতা হলেন -
(ক) হলসটি
(খ) ফ্রাঙ্কেল
(গ) গুডনাউ
(ঘ) কার
উত্তরঃ মরগেনথাউ
(২) নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক হলেন -
(ক) অ্যাডম স্মিথ
(খ) রবার্ট নজিক
(গ) ল্যাস্কি
(ঘ) টি এইচ গ্রীন
উত্তরঃ (খ) রবার্ট নজিক
(৩) মার্কসের দ্বন্দ্বতত্ত্বটি প্রভাবিত হয়েছে -
(ক) কাল্পনিক সমাজতন্ত্রের দ্বারা
(খ) প্লেটোর সাম্যবাদের দ্বারা
(গ) হেগেলের দর্শনের দ্বারা
(ঘ) রুশোর সামাজিক চুক্তির দ্বারা
উত্তরঃ (গ) হেগেলের দর্শনের দ্বারা
(৪) উদারনীতিবাদ নামক গ্রন্থটির রচয়িতা হলেন -
(ক) মার্কস
(খ) হবহাউস
(গ) রুশো
(ঘ) গ্রীস
উত্তরঃ (খ) হবহাউস
(৫) নামসর্বস্ব শাসকের উদাহরণ হল -
(ক) মার্কিন রাষ্ট্রপতি
(খ) ভারতের রাষ্ট্রপতি
(গ) ভারতের প্রধানমন্ত্রী
(ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তরঃ (খ) ভারতের রাষ্ট্রপতি
(৬) এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন -
(ক) হ্যারল্ড ল্যাস্কি
(খ) লর্ড ব্রাইস
(গ) মিল
(ঘ) হেনরি মেইন
উত্তরঃ (ক) হ্যারল্ড ল্যাস্কি
(৭) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির চরম বিকাশের ক্ষেত্রে যার অবদান সর্বাপেক্ষা বেশি তিনি হলেন -
(ক) বোঁদা
(খ) জনলক
(গ) মন্তেস্কু
(ঘ) হ্যারিংটন
উত্তরঃ (গ) মন্তেস্কু
(৮) আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল -
(ক) আইন প্রণয়ন করা
(খ) বিচার সংক্রান্ত কাজ
(গ) সংযোগ সাধন
(ঘ) কমিটি ও কমিশন
উত্তরঃ (ক) আইন প্রণয়ন করা
(৯) ভারতের রাষ্ট্রপতির সাথে সবচেয়ে বেশি মিল আছে -
(ক) মার্কিন রাষ্ট্রপতির
(খ) ফরাসি রাষ্ট্রপতির
(গ) ব্রিটেনের রাজা বা রানির
(ঘ) পাকিস্তানের প্রধামন্ত্রীর
উত্তরঃ (গ) ব্রিটেনের রাজা বা রানির
(১০) ভারতে জাতীয় জরুরী অবস্থা জারি হয় -
(ক) একবার
(খ) দুবার
(গ) তিনবার
(ঘ) চারবার
উত্তরঃ (গ) তিনবার
(১১) ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য -
(ক) ১২ দিনের
(খ) ১৪ দিনের
(গ) ১৬ দিনের
(ঘ) ১৮ দিনের আগে নোটিশ দিতে হয়
উত্তরঃ (খ) ১৪ দিনের
(১২) রাষ্ট্রপতি পার্লামেন্টে কতজন সদস্য মনোনীত করেন? -
(ক) ১২ জন
(খ) ১৪ জন
(গ) ২ জন
(ঘ) ১০ জন
উত্তরঃ (খ) ১৪ জন
(১৩) লোকসভার সদস্য সংখ্যা অনধিক -
(ক) ৫০০
(খ) ৫৫২
(গ) ২৫০
(ঘ) ৫৪৫
উত্তরঃ (খ) ৫৫২
(১৪) অর্থবিল কেবল উন্থাপন করা যায় -
(ক) লোকসভায়
(খ) রাজ্যসভায়
(গ) উভয় কক্ষে
(ঘ) বিধান পরিষদে
উত্তরঃ (ক) লোকসভায়
(১৫) লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা -
(ক) ৪০
(খ) ৪১
(গ) ৪২
(ঘ) ৪৫
উত্তরঃ (গ) ৪২
(১৬) জিরো আওয়ারের সময় -
(ক) ১ ঘন্টা
(খ) ২ ঘন্টা
(গ) ৩ ঘন্টা
(ঘ) ৪ ঘন্টা
উত্তরঃ (ক) ১ ঘন্টা
(১৭) ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে -
(ক) সুপ্রীম কোর্ট
(খ) হাইকোর্ট
(গ) হাইকোর্ট
(গ) লোক আদালত
(ঘ) ক্রেতা আদালত
উত্তরঃ (ক) সুপ্রীম কোর্ট
(১৮) হাইকোর্টের বিচারপতিরা স্বপদে অধিষ্ঠিত থাকেন -
(ক) ৬৫
(খ) ৬০
(গ) ৬২
(ঘ) ৬৪ বছর পর্যন্ত
উত্তরঃ (গ) ৬২
(১৯) সুপ্রিম কোর্টের আপীল এলাকাকে ভাগ করা যায় প্রধানত -
(ক) ৩ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ৬ ভাগে
উত্তরঃ (খ) ৪ ভাগে
(২০) ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় -
(ক) ১৯৭৬ সালে
(খ) ১৯৮৬ সালে
(গ) ১৯৮৭ সালে
(ঘ) ২০০২ সালে
উত্তরঃ (খ) ১৯৮৬ সালে
(২১) বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? -
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
উত্তরঃ (খ) ৭টি
(২২) বর্তমানে পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা হল -
(ক) ৩৩.৩৩ শতাংশ
(খ) অনূন্য ৩৩ শতাংশ
(গ) ৫০ শতাংশ
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ (গ) ৫০ শতাংশ
(২৩) পশ্চিমবঙ্গে 'ক' শ্রেণীভুক্ত পৌরসভায় ওয়ার্ডের সংখ্যা হল -
(ক) অনধিক ১৫
(খ) অনধিক ২০
(গ) অনধিক ২৫
(ঘ) অনধিক ৩৫
উত্তরঃ (ঘ) অনধিক ৩৫
(২৪) জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন -
(ক) জেলা শাসক
(খ) সভাপতি
(গ) সভাধিপতি
(ঘ) বিডিও
উত্তরঃ (গ) সভাধিপতি
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ