Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 205
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 205

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - AC-205


PART - B


১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


(১) জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ নেওয়া হয় -

(ক) ভারতে

(খ) ইংল্যান্ডে

(গ) জার্মানিতে

(ঘ) আমেরিকায়

উত্তরঃ (গ) জার্মানিতে


(২) ইংরেজি 'মিউজিয়াম' শব্দটি এসেছে -

(ক) রোমান

(খ) গ্রিক

(গ) আরবি

(ঘ) চৈনিক শব্দ থেকে

উত্তরঃ (ক) রোমান


(৩) 'Early History of India' গ্রন্থের রচয়িতা -

(ক) ভিনসেন্ট স্মিথ

(খ) জন স্টুয়ার্ট মিল

(গ) জেমস প্রিন্সেপ

(ঘ) ই এইচ কার

উত্তরঃ (ক) ভিনসেন্ট স্মিথ


(৪) 'একাত্তরের ডায়েরি' নামক স্মৃতিকথার রচয়িতা -

(ক) নারায়ণ সান্যাল

(খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

(গ) দক্ষিণারঞ্জন বসু

(ঘ) সুফিয়া কালাম

উত্তরঃ (ঘ) সুফিয়া কালাম


(৫) 'বোর্ড অব রেভিনিউ' গঠন করেন -

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড লিটন

(গ) ওয়ারেন হেস্টিংস

(ঘ) লর্ড কর্ণওয়ালিস

উত্তরঃ (গ) ওয়ারেন হেস্টিংস


(৭) সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয় -

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ) ১৮৩৩ খ্রিঃ

(গ) ১৮৫৩ খ্রিঃ

(ঘ) ১৮৭৩ খ্রিঃ

উত্তরঃ (ঘ) ১৮৭৩ খ্রিঃ


(৮) কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় -

(1) সঙ্গত সভা

(2) ক্যালকাটা কলেজ

(3) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ

(4) নববিধান ব্রাহ্মসমাজ

বিকল্প সমূহ ঃ

(ক) 1,2 ঠিক 3,4 ভুল

(খ) 1,3 ঠিক 2,4 ভুল

(গ) 1,2,3,4 সবকটি ঠিক

(ঘ) 3,4 ঠিক 1,2 ভুল

উত্তরঃ (খ) 1,3 ঠিক 2,4 ভুল


(৯) রামমোহন রায়কে 'রাজা' উপাধি দিয়েছিলেন -

(ক) দ্বিতীয় আকবর

(খ) বাহাদুর শাহ

(গ) ঔরঙ্গজেব

(ঘ) শাহজাহান

উত্তরঃ (ক) দ্বিতীয় আকবর


(১০) 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -

(ক) জ্যোতিরাও ফুলে

(খ) দয়ানন্দ সরস্বতী 

(গ) বীরসালিঙ্গম

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (ক) জ্যোতিরাও ফুলে


(১১) ডিরোজিও শিক্ষকতা করতেন -

(ক) হেয়ার স্কুল

(খ) বেথুন কলেজে

(গ) হিন্দু কলেজে

(ঘ) সংস্কৃত কলেজে

উত্তরঃ (গ) হিন্দু কলেজে


(১২) ভাইকমের 'মন্দির প্রবেশ' আন্দোলনের নেতৃত্ব দেন -

(ক) ডঃ আম্বেদকর

(খ) জ্যোতিবা ফুলে

(গ) কেশব মেনন

(ঘ) এ কে গোপালন

উত্তরঃ (গ) কেশব মেনন


(১৩) গান্ধি প্রবর্তিত হরিজন -এর অর্থ -

(ক) তপশিলি জাতি

(খ) ঈশ্বরের সন্ধান

(গ) নিপীড়িত 

(ঘ) অস্পৃশ্য

উত্তরঃ (খ) ঈশ্বরের সন্ধান


(১৪) চীন 'তাইপিং' শব্দের অর্থ -

(ক) বিপ্লব

(খ) বিদ্রোহ

(গ) স্বার্গীয় শান্তি

(ঘ) অশান্তি

উত্তরঃ (গ) স্বার্গীয় শান্তি


(১৫) ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় -

(ক) ১৮৯২ এর ভারতশাসন আইনের দ্বারা

(খ) ১৯০৯ এর মর্লে-মিন্টো আইনের দ্বারা

(গ) ১৯১৯ এর মন্টেগু - চেমস ফোর্ড সংস্কার আইনের দ্বারা

(ঘ) ১৯৩৫ এর ভারতশাসন আইনের দ্বারা

উত্তরঃ (ঘ) ১৯৩৫ এর ভারতশাসন আইনের দ্বারা


(১৬) বাংলার পঞ্চাশের মন্বন্তর হয়েছিল -

(ক) ১৯৪০ খ্রিঃ

(খ) ১৯৪৩ খ্রিঃ

(গ) ১৯৫০ খ্রিঃ

(ঘ) ১৯৫৩ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৯৪৩ খ্রিঃ


(১৭) মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত নন -

(ক) সোমনাথ লাহিড়ী

(খ) এস এ ডাঙ্গে

(গ) মুজাফফর আহমেদ

(ঘ) লেস্টার হ্যাচিনসন

উত্তরঃ (ক) সোমনাথ লাহিড়ী


(১৮) স্তম্ভ মেলাও -

স্তম্ভ-১

(1) নবান্ন

(2) অশনি সংকেত

(3) আকালের সন্ধানে

(4) ক্ষুধার্ত বাংলা

স্তম্ভ-২

(a) চিত্তপ্রসাদ ভট্টাচার্য

(b) অমলেন্দু চক্রবর্তী

(c) বিজন ভট্টাচার্য

(d) বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়

বিকল্প সমূহ ঃ

(ক) 1-d, 2-b, 3-a, 4-c

(খ) 1-d, 2-c, 3-b, 4-a

(গ) 1-c, 2-a, 3-b, 4-d

(ঘ) 1-d, 2-b, 3-c, 4-a

উত্তরঃ (খ) 1-d, 2-c, 3-b, 4-a


(১৯) ভারতে প্রথম মে-দিবস পালিত হয় -

(ক) ১৯২৩ খ্রিঃ

(খ) ১৯২৫ খ্রিঃ

(গ) ১৯২৭ খ্রিঃ

(ঘ) ১৯২৯ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৯২৩ খ্রিঃ


(২০) ক্রিপস প্রস্তাবকে সমর্থন করেছিল -

(ক) জাতীয় কংগ্রেস

(খ) হিন্দু মহাসভা

(গ) মুসলিম লিগ

(ঘ) র‍্যাডিক্যাল ডেমোক্রাটিক পার্টি

উত্তরঃ (ঘ) র‍্যাডিক্যাল ডেমোক্রাটিক পার্টি


(২১) সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা -

(ক) মহাত্মা গান্ধি

(খ) জওহরলাল নেহরু

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) আবুল কালাম আজাদ

উত্তরঃ (গ) বল্লভভাই প্যাটেল


(২২) ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন -

(ক) নেভিল চেম্বারলেন

(খ) চার্চিল

(গ) ক্লিমেন্ট এটলি

(ঘ) স্ট্যানলি বন্ডউইল

উত্তরঃ (গ) ক্লিমেন্ট এটলি


(২৩) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) সিঙ্গাপুরে

(খ) রেঙ্গুনে

(গ) জাপানে

(ঘ) ব্যাংককে

উত্তরঃ (ক) সিঙ্গাপুরে


(২৪) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে -

(ক) ওলন্দাজরা

(খ) পোর্তুগিজরা

(গ) ইংরেজরা

(ঘ) ফরাসিরা

উত্তরঃ (ক) ওলন্দাজরা


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close