Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 145
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 145

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - AC-145


PART - B


১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


(১) পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় -

(ক) মাইথোলজি

(খ) আর্কিওলজি

(গ) সোশিওলজি

(ঘ) বায়োলজি

উত্তরঃ (ক) মাইথোলজি


(২) 'ইতিহাস হল বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়।' - কার উক্তি -

(ক) র‍্যাঙ্কে

(খ) ইএইচ কার

(গ) জেমস মিল

(ঘ) বিউরি

উত্তরঃ (ঘ) বিউরি


(৩) কার তত্ত্বাবধানে 'ভারতীয় জাদুঘর' স্থাপিত হয়? -

(ক) লর্ড ডালহৌসির

(খ) ডঃ ন্যাথানিয়েল উলরিচের

(গ) লর্ড বেন্টিঙ্কের

(ঘ) লর্ড ক্যানিংয়ের

উত্তরঃ (খ) ডঃ ন্যাথানিয়েল উলরিচের


(৪) 'দস্তক; কথাটির অর্থ -

(ক) রাজ্য

(খ) রাজস্ব

(গ) সাম্রাজ্য

(ঘ) বাণিজ্যিক ছাড়পত্র

উত্তরঃ (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র


(৫) ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তা হল -

(ক) চা 

(খ) কাগজ

(গ) জাহাজ নির্মান

(ঘ) সিমেন্ট

উত্তরঃ (গ) জাহাজ নির্মান


(৬) সম্পদের নিষ্কাষণ তত্ত্ব প্রচার করেন -

(ক) দাদাভাই নৌরজি

(খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(গ) ফিরোজশাহ মেহতা

(ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তরঃ (ক) দাদাভাই নৌরজি


(৭) শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় -

(ক) ১৮৯৪ খ্রিঃ

(খ) ১৮৯৫ খ্রিঃ

(গ) ১৮৯৬ খ্রিঃ

(ঘ) ১৮৯৭ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৮৯৫ খ্রিঃ


(৮) 'জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট' এর বর্তমান নাম হল -

(ক) প্রেসিডেন্সি কলেজ

(খ) লরেটো কলেজ

(গ) লেডি ব্রেবোর্ন কলেজ

(ঘ) স্কটিশচার্চ কলেজ

উত্তরঃ (ঘ) স্কটিশচার্চ কলেজ


(৯) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন -

(ক) উইলিয়াম বেন্টিঙ্ক

(খ) আশুতোষ মুখোপাধ্যায়

(গ) জেমস উইলিয়াম কোলভিল

(ঘ) সুরঞ্জন বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (গ) জেমস উইলিয়াম কোলভিল


(১০) 'বৈদিক শাস্ত্রে ফিরে যাও' এই ডাক দিয়েছিলেন -

(ক) নেতাজি সুভাষচন্দ্র বোস

(খ) দয়ানন্দ সরস্বতী

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (গ) রাজা রামমোহন রায়


(১১) ভাইকম সত্যাগ্রহ হয়েছিল -

(ক) ত্রিবাঙ্কুরে

(খ) মাদ্রাজে

(গ) হায়দ্রাবাদে

(ঘ) গুজরাটে

উত্তরঃ কেরলে


(১২) বীরসালিঙ্গম পানতুলকে 'দক্ষিণী বিদ্যাসাগর' বলে অভিহিত করেছেন -

(ক) বাবা রামসিংহ

(খ) বিপিনচন্দ্র পাল

(গ) মহাদেব গোবিন্দ রানাডে

(ঘ) মেরওয়ানজিকে

উত্তরঃ (গ) মহাদেব গোবিন্দ রানাডে


(১৩) চিনের ৪ঠা মে আন্দোলনের নিরিখে 'জিউগুয়ো' স্লোগানের অর্থ ছিল -

(ক) বিদেশীরা দূর হটো

(খ) দেশকে রক্ষা করো

(গ) আমরা বৌদ্ধিক সংস্কার চাই

(ঘ) চিনকে বলা হয় চীনদের জন্য
উত্তরঃ (খ) দেশকে রক্ষা করো


(১৪) 'পাশ্চাত্যবাদী' নামে পরিচিত ছিলেন -

(1) প্রিন্সেপ

(2) মেকলে

(3) আলেজান্ডার ডাফ

(4) কলভিন

(ক) 1,2,3 ঠিক 4 ভুল

(খ) 2,3,4 ঠিক 1 ভুল

(গ) 1,2,4 ঠিক 3 ভুল

(ঘ) 1, 3, 4 ঠিক 2 ভুল

উত্তরঃ (খ) 2,3,4 ঠিক 1 ভুল


(১৫) 'উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি' রাওলাট আইন সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেন -

(ক) গান্ধিজি

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) মোতিলাল নেহরু

(ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ (ক) গান্ধিজি


(১৬) AITUC'র প্রথম সভাপতি ছিলেন -

(ক) ভি কে মুদালিয়র

(খ) এস এ ডাঙ্গে

(গ) বি পি ওয়াদিয়া

(ঘ) লালা লাজপত রাই

উত্তরঃ (ঘ) লালা লাজপত রাই


(১৭) 'Now or Never' শীর্ষক পুস্তিকাটি লেখেন -

(ক) আগা খান

(খ) চৌধুরী রহমত আলি

(গ) বাল গঙ্গাধর তিলক

(ঘ) মহমম্মদ আলি জিন্নাহ

উত্তরঃ (খ) চৌধুরী রহমত আলি


(১৮) স্তম্ভ - ১ এর সাথে স্তম্ভ - ২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) মর্লেমিন্টো সংস্কার আইন

(2) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন

(3) লখনউ চুক্তি

(4) মিরাট ষড়যন্ত্র মামলা

স্তম্ভ - ২

(a) ১৯১৯ খ্রীঃ

(b) ১৯২৯ খ্রীঃ

(c) ১৯১৬ খ্রীঃ

(d) ১৯০৯ খ্রীঃ

বিকল্প সমূহ ঃ

(ক) 1-b, 2-a, 3-d, 4-c

(খ) 1-d, 2-a, 3-b, 4-c

(গ) 1-a, 2-b, 3-c, 4-d

(ঘ) 1-d, 2-a,3-c, 4-b

উত্তরঃ (ঘ) 1-d, 2-a,3-c, 4-b


(১৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় ছিলেন -

(ক) বড়লাট লিনলিথগো

(খ) ওয়াভেল

(গ) চেমসফোর্ড

(ঘ) লর্ড মাউন্টব্যাটন

উত্তরঃ (ক) বড়লাট লিনলিথগো


(২০) 'হরিজন' পত্রিকা প্রকাশ করেন -

(ক) গান্ধিজি

(খ) জওহরলাল নেহরু

(গ) বি আর আম্বেদকর

(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বোস

উত্তরঃ (ক) গান্ধিজি


(২১) 'শের-ই-বঙ্গাল' বলা হয় -

(ক) শেখ মুজিবর রহমানকে

(খ) ফজলুল হককে

(গ) আলি জিন্নাহকে

(ঘ) আবুল কালাম আজাদকে

উত্তরঃ (খ) ফজলুল হককে


(২২) স্তম্ভ ১ -এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) জেনারেল তোজো

(2) হো-চি-মিন

(3) চৌ এন লাই

(4) ডঃ সুকর্ণ

স্তম্ভ - ২

(a) ইন্দোনেশিয়া

(b) চিন

(b) জাপান

(d) ভিয়েতনাম

বিকল্পসমূহ ঃ

(ক) 1-b, 2-a, 3-d, 4-c

(খ) 1-c, 2-a, 3-b, 4-d

(গ) 1-a, 2-c, 3-b, 4-d

(ঘ) 1-c, 2-d, 3-b, 4-a

উত্তরঃ (ঘ) 1-c, 2-d, 3-b, 4-a


(২৩) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির হাতে তুলে দেয় -

(ক) ব্রিটেন

(খ) জার্মান

(গ) জাপান

(ঘ) রাশিয়া

উত্তরঃ (গ) জাপান


(২৪) 'No Food no work' শ্লোগান ঘোষিত হয় -

(ক) বম্বে ডকে

(খ) তলোয়াড় জাহাজে

(গ) দিল্লিতে

(ঘ) করাচিতে

উত্তরঃ (খ) তলোয়াড় জাহাজে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close