LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 31-03-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 31-03-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 

Daily Current Affairs Today

প্রশ্নঃ আসাম এবং কোন রাজ্য আন্তঃরাজ্য সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তি স্বাক্ষর করে? -

(ক) নাগাল্যান্ড

(খ) মণিপুর

(গ) মেঘালয়া

(ঘ) সিক্কিম

উত্তরঃ (গ) মেঘালয়া


প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড কাসাউবন নতুন দিল্লিতে এসেছেন? -

(ক) কানাডা

(খ) মেক্সিকো

(গ) ব্রাজিল

(ঘ) দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ (খ) মেক্সিকো


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য USD 152 মিলিয়ন ঘোষণা করেছে? -

(ক) ব্রাজিল

(খ) ফ্রান্স

(গ) আমেরিকা

(ঘ) চিন

উত্তরঃ (গ) আমেরিকা


প্রশ্নঃ বাসেলে একক শিরোপা জেতার জন্য সম্প্রতি কাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী? -

(ক) জ্বালা গুট্টা

(খ) অস্মিনি পোনাপ্পা

(গ) আকারশি কাশ্যপ

(ঘ) পি ভি সিন্ধু

উত্তরঃ (ঘ) পি ভি সিন্ধু


প্রশ্নঃ পীযূষ গোয়েল গহনা রপ্তানির জন্য কত ডলার লক্ষ্য নির্ধারণ করেছেন? -

(ক) ৪০০ বিলিয়ন ডলার

(খ) ৩০০ বিলিয়ন ডলার

(গ) ২০০ বিলিয়ন ডলার

(ঘ) ১০০ বিলিয়ন ডলার

উত্তরঃ (ঘ) ১০০ বিলিয়ন ডলার


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ কিয়েভের কাছে সামরিক অভিযান কমানোর সিদ্ধান্ত নিয়েছে? -

(ক) আমেরিকা

(খ) চিন

(গ) রাশিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (গ) রাশিয়া


প্রশ্নঃ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দুটি মুম্বই মেট্রো লাইনের উদ্বোধন করবেন আগামী কত তারিখে? -

(ক) ১লা এপ্রিল

(খ) ২রা এপ্রিল

(গ) ৩রা এপ্রিল

(ঘ) ৪ঠা এপ্রিল

উত্তরঃ (খ) ২রা এপ্রিল


প্রশ্নঃ সারিস্কা টাইগার রিজার্ভে আগুন লেগেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? -

(ক) তামিলনাড়ু

(খ) মহারাষ্ট্র

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ঘ) রাজস্থান


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী প্রধান মিত্র বিরোধীদের সাথে মোকাবিলা করার কারণে সংখ্যাগরিষ্ঠতা হারান? -

(ক) শ্রীলঙ্কা

(খ) ইজরায়েল

(গ) পকিস্থান

(ঘ) কনাডা

উত্তরঃ (গ) পকিস্থান


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 নৌবহরের ক্রয় চূড়ান্ত করবে? -

(ক) কানাডা

(খ) মেক্সিকো

(গ) ফ্রান্স

(ঘ) চিন

উত্তরঃ (ক) কানাডা


প্রশ্নঃ কোন দেশে ভারতীয় বিদ্যুৎ প্রকল্পগুলি চীনা উদ্যোগগুলিকে প্রতিস্থাপন করে? -

(ক) জাপান

(খ) ইজরায়েল

(গ) ভারত

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close