Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ নিচের কে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন? -
(ক) রভিশ শর্মা
(খ) অভিনব দেশাই
(গ) প্রোমড সাবান্ত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) প্রোমড সাবান্ত
প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীলঙ্কায় তিন দিনের সফরে কলম্বোতে এসেছেন? -
(ক) আমিত শাহ
(খ) রাজনাথ সিং
(গ) এস জয়শংকর
(ঘ) নির্মালা সিতারামন
উত্তরঃ (গ) এস জয়শংকর
প্রশ্নঃ রাশিয়া ও ইউক্রেন নতুন দফা আলোচনায় কোন্ দেশ বসবে? -
(ক) আমেরিকা
'(খ) চিন
(গ) তুর্কী
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) তুর্কী
প্রশ্নঃ ভারত-UAE-এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কবে থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে? -
(ক) ১লা এপ্রিল
(খ) ১লা মে
(গ) ১লা জুন
(ঘ) ১লা জুলাই
উত্তরঃ (খ) ১লা মে
প্রশ্নঃ কবে থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে? -
(ক) ৩০শে জুন
(খ) ২৯শে জুন
(গ) ২৮শে জুন
(ঘ) ২৭শে জুন
উত্তরঃ (ক) ৩০শে জুন
প্রশ্নঃ কোভিড -19 প্রাদুর্ভাব রোধ করতে চীনের কোন শহর পর্যায়ক্রমে লকডাউন আরোপ করবে? -
(ক) শাংঘাই
(খ) বেজিং
(গ) মকাও
(ঘ) উপরের কোথাও নয়
উত্তরঃ (ক) শাংঘাই
প্রশ্নঃ সম্প্রতি কোথায় 2022 সালের জন্য মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে? -
(ক) টোকিও
(খ) লণ্ডন
(গ) লস এঞ্জেলস
(ঘ) নিউ ইয়ার্ক
উত্তরঃ (গ) লস এঞ্জেলস
প্রশ্নঃ ভারত কোন্ উপকূলে দুটি এমআরএসএএম সফলভাবে পরীক্ষা করে? -
(ক) উড়িষ্যা
(খ) গোয়া
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরালা
উত্তরঃ (ক) উড়িষ্যা
প্রশ্নঃ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা জনগণকে হাত মিলিয়ে কোন নদী পরিষ্কার করার আহ্বান জানায়? -
(ক) যমুনা
(খ) নর্মদা
(গ) রবি
(ঘ) মহানদী
উত্তরঃ (ক) যমুনা
প্রশ্নঃ কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী এই সপ্তাহে দিল্লি সফর করবেন? -
(ক) রাশিয়া
(খ) আমেরিকা
(গ) ভারত
(ঘ) চিন
উত্তরঃ (ক) রাশিয়া
প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সংসদে ফৌজদারি কার্যবিধি (শনাক্তকরণ) বিল, 2022 উত্থাপন করবেন? -
(ক) রাজনাথ সিং
(খ) আমিত শাহ
(গ) পিয়ুশ গোয়েল
(ঘ) জিতেন্দ্র সিং
উত্তরঃ (খ) আমিত শাহ
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য বিদ্যুত সংস্থার কর্মচারীদের ধর্মঘটে যোগদান করতে বাধা দিয়ে মেসমা আহ্বান করেছে? -
(ক) ঝাড়খন্ড
(খ) উত্তর প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) উড়িষ্যা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ