Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 27-03-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 27-03-2022/ Daily Current Affairs Today

 Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী দুবাইতে নেতৃস্থানীয় সিনেমা এবং টেলিভিশন ব্যক্তিত্বদের সাথে সিইও রাউন্ড-টেবিলে যোগ দেবেন? -

(ক) আমিত শাহ

(খ) নরেন্দ্র মোদি

(গ) অনুরাগ ঠাকুর

(ঘ) রাজনাথ সিং

উত্তরঃ (গ) অনুরাগ ঠাকুর


প্রশ্নঃ মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা বিসিসিআই কোন্‌ সাল করল? -

(ক) ২০২২

(খ) ২০২৩

(গ) ২০২৪

(ঘ) ২০২৫

উত্তরঃ (খ) ২০২৩


প্রশ্নঃ চেনাবের উপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কবে থেকে চালু হবে? -

(ক) ডিসেম্বর

(খ) সেপ্টেম্বর

(গ) নভেম্বর

(ঘ) আগস্ট

উত্তরঃ (খ) সেপ্টেম্বর


প্রশ্নঃ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানাবে কোন দেশ? -

(ক) রাশিয়া

(খ) চিন

(গ) আমেরিকা

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (গ) আমেরিকা


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের পাক সেনাদের বর্বরতাকে গণহত্যা বলে ঘোষণা করে আন্তর্জাতিক সম্প্রদায়? -

(ক) বাংলাদেশ

(খ) শ্রীলঙ্কা

(গ) আফগানিস্থান

(ঘ) ভারত

উত্তরঃ (ক) বাংলাদেশ


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের ক্রীড়া স্পনসরশিপ 2021 সালে 9,500 কোটি টাকা ছাড়িয়েছে? -

(ক) ভারত

(খ) ব্রাজিল

(গ) আমেরিকা

(ঘ) চিন

উত্তরঃ (ক) ভারত


প্রশ্নঃ সম্প্রতি দিল্লি বিধানসভায় কে বার্ষিক উপস্থাপন করবেন? -

(ক) অনিশ সিসোদিয়া

(খ) সতেন্দ্র জৈন

(গ) আরভিন কেজরিয়াল

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (ক) অনিশ সিসোদিয়া


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ শ্রীলঙ্কায় 40000 টন ডিজেল পাঠাবে? -

(ক) চিন

(খ) জাপান

(গ) বাংলাদেশ

(ঘ) ভারত

উত্তরঃ (ঘ) ভারত


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ তুরস্ক, গ্রিসের সাথে যৌথভাবে নির্বাসন ঘোষণা করেছে? -

(ক) মিশর

(খ) নরওয়ে

(গ) সুডেন

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (ঘ) ফ্রান্স


প্রশ্নঃ প্রবীণ চলচ্চিত্র কস্টিউম ডিজাইনার গোবিন্দরাজ কত বছর বয়সে মারা যান? -

(ক) ৫৬ বছর

(খ) ৯২ বছর

(গ) ৭৮ বছর

(ঘ) ৮২ বছর

উত্তরঃ (ঘ) ৮২ বছর


প্রশ্নঃ সম্প্রতী এস জয়শঙ্কর কোন্‌ দেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন? -

(ক) পাকিস্থান

(খ) ভুটান

(গ) নেপাল

(ঘ) বাংলাদেশ

উত্তরঃ (ঘ) বাংলাদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close