ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 827
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
১.১ ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে -
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
১.২ কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
১.৩ বিপিনচন্দ্র পাল লিখেছেন -
(ক) সত্তর বৎসর
(খ) জীবনস্মৃতি
(গ) আনন্দমঠ
(ঘ) জীবনের ঝরাপাতা
উত্তরঃ (ক) সত্তর বৎসর
১.৪ 'খুঁৎকাঠি' প্রথার অর্থ -
(ক) ব্যক্তিগত মালিকানা
(খ) যৌথ মালিকানা
(গ) জমিদারি মালিকানা
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ (খ) যৌথ মালিকানা
১.৫ 'বাঙলা গেজেট' নামে বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন -
(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(খ) মার্শম্যান
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) দীনবন্ধু মিত্র
উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.৬ ভারতের শিক্ষাক্ষেত্রে 'চুঁইয়ে পড়া' শিক্ষানীতি প্রবর্তন করেন -
(ক) চার্লস উড
(খ) মোরেস উইলসন
(গ) লর্ড আমহার্স্ট
(ঘ) মেকলে
উত্তরঃ (ঘ) মেকলে
১.৭ উনিশ শতককে ভারতের 'সভা-সমিতির যুগ' বলেছেন -
(ক) ডঃ রজনীপাম দত্ত
(খ) ডঃ রোমিলা থাপার
(গ) ডঃ অনিল শীল
(ঘ) কেউ নয়
উত্তরঃ (গ) ডঃ অনিল শীল
১.৮ An Indian Pilgrim' আত্মজীবনীটি হল -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মহাত্মা গান্ধি
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তরঃ (গ) সুভাষচন্দ্র বসু
১.৯ বিধবা বিবাহ আইন পাশ হয় -
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
১.১০ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন -
(ক) চলচিত্রের সঙ্গে
(খ) ক্রীড়াজগতের
(গ) পরিবেশ ইতিহাস চর্চা
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) চলচিত্রের সঙ্গে
Download History App : Madhyamik History Suggestion 2022
১.১১ ১৮৭৮ পর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তর
(ঘ) পাঁচটি স্তর
উত্তরঃ (খ) তিনটি স্তরে
১.১২ বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন -
(ক) রামরতন মল্লিক
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) বিষ্ণুচরণ বিশ্বাস
(ঘ) মেঘাই সর্দার
উত্তরঃ (ক) রামরতন মল্লিক
১.১৩ ভারতের 'Uncle Tom's cabin' বলা হয় কাকে? -
(ক) গোরা উপন্যাসকে
(খ) বর্তমান ভারতের
(গ) নীলদর্পন
(ঘ) আনন্দমঠ উপন্যাস
উত্তরঃ (গ) নীলদর্পন
১.১৪ 'বিশ্বভারতী' প্রতিষ্ঠা করেন -
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৫ 'নবান্ন' নাটকের রচয়িতা -
(ক) উৎপল দত্ত
(খ) শম্ভু মিত্র
(গ) রজনীকান্ত সেন
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) বিজন ভট্টাচার্য
১.১৬ নীল বিদ্রোহের সূচনা হয় -
(ক) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
১.১৭ হিন্দু মেলার পূর্ব নাম -
(ক) বসন্ত মেলা
(খ) বৈশাখী মেলা
(গ) ফাগুন মেলা
(ঘ) চৈত্র মেলা
উত্তরঃ (ঘ) চৈত্র মেলা
১.১৮ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (খ) কোল বিদ্রোহ
১.১৯ তিতুমিরের প্রকৃত নাম -
(ক) চিরাগ আলি
(খ) মির নিসার আলি
(গ) তোবাদ আলি
(ঘ) হাসদার আলি
উত্তরঃ (খ) মির নিসার আলি
১.২০ BTI স্থাপিত হয় -
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ