Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 339 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 339 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 339


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion


১.১ 'আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।' - একথা বলেন -

(ক) বাবা

(খ) মাসি

(গ) মেজো কাকু

(ঘ) মেসো

উত্তরঃ (গ) মেজো কাকু


১.২ বহুরূপী সেজে সপ্তাহে বের হন - হরিদা

(ক) একদিন

(খ) দুইদিন

(গ) তিনদিন

(ঘ) চারদিন

উত্তরঃ (ক) একদিন


১.৩ তেওয়ারি বর্মানাচ দেখতে গিয়েছিল -

(ক) গলায়

(খ) আসাম

(গ) কলকাতা

(ঘ) ফয়ায়

উত্তরঃ (ঘ) ফয়ায়


১.৪ 'শিশুরা খেলছিল' -

(ক) মায়ের কোলে

(খ) মাঠে

(গ) বাবার কোলে

(ঘ) স্কুলে

উত্তরঃ (ক) মায়ের কোলে


১.৫ "ইন্দ্রজিতে জিতি তুমি" - 'তুমি' হল -

(ক) রাম

(খ) রাবণ

(গ) লক্ষ্ণণ 

(ঘ) প্রমীলা

উত্তরঃ (ঘ) প্রমীলা


১.৬ "বজ্রশিখার মশাল জ্বেলে আসছে" - 

(ক) ভয়ংকর

(খ) পাগল

(গ) নবীন

(ঘ) শিব

উত্তরঃ (ক) ভয়ংকর


১.৭ 'কালি নেই, কলম নেই, বলে আমি' - 

(ক) কবি

(খ) লেখক

(গ) মুনশি

(ঘ) নাট্যকার

উত্তরঃ (গ) মুনশি


১.৮ কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন -

(ক) কবি

(খ) প্রাবন্ধিক

(গ) নাট্যকার

(ঘ) দার্শনিক

উত্তরঃ (ঘ) দার্শনিক


১.৯ কালির অক্ষরে নাইকো পেটে, চন্ডী পড়েন -

(ক) বাবুঘাটে

(খ) কালীঘাটে

(গ) গঙ্গা ঘাটে

(ঘ) খেয়া ঘাটে

উত্তরঃ (খ) কালীঘাটে


১.১০ অদৃশ্য থেকেও শব্দকে পদে পরিণত করে -

(ক) ভাব বিভক্তি

(খ) কাল বিভক্তি

(গ) অনুসর্গ

(ঘ) শূণ্য বিভক্তি

উত্তরঃ (ঘ) শূণ্য বিভক্তি


১.১১ অনুসর্গের অপর নাম -

(ক) উপসর্গ

(খ) অনুকরণ

(গ) অনুবাদ

(ঘ) পরসর্গ

উত্তরঃ (ঘ) পরসর্গ


১.১২ "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে"? নিম্নরেখ পদটি -

(ক) কর্মকারক

(খ) কর্তৃকারক

(গ) অপাদান কারক

(ঘ) অধিকরণ কারক

উত্তরঃ (ঘ) অধিকরণ কারক


১.১৩ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে হয় -

(ক) প্রযোজক কর্তা

(খ) প্রযোজ্য কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) সহযোগী কর্তা

উত্তরঃ (ক) প্রযোজক কর্তা


১.১৪ যে কটি পদ মিলিত হয়ে সমাস গঠন করে তারা -

(ক) পূর্বপদ

(খ) সমস্যমান পদ

(গ) উত্তর পদ

(ঘ) সমাসবদ্ধ

উত্তরঃ (খ) সমস্যমান পদ


১.১৫ পরপদের অর্থ প্রাধান্য পায় -

(ক) দ্বিগু

(খ) কর্মধারয়

(গ) তৎপুরুষ

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ (খ) কর্মধারয়


১.১৬ 'অস্তাচলগামী দীননাথ এবে।' - নিম্নরেখ পদ যে সমাসের উদাগরন 

(ক) কর্ম তৎপুরুষ

(খ) সম্বন্ধ তৎপুরুষ

(গ) করণ তৎপুরুষ

(ঘ) না তৎপরুষ

উত্তরঃ (খ) সম্বন্ধ তৎপুরুষ


১.১৭ সাধারণ ধর্ম উপস্থিত থাকে যে কর্মাধারয় সমাসে -

(ক) উপমান

(খ) উপমিত

(গ) রূপক

(ঘ) সাধারণ

উত্তরঃ (ক) উপমান


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close