ABTA HIGHER SECONDARY TEST PAPERS 202-2022
GEOGRAPHY
PAGE - 76
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ
(১) পর্যায়ন বা Gradation -এর ধারনাটি সর্বপ্রথম প্রবর্তন করেন -
(ক) গিলবার্ট
(খ) পেঙ্ক
(গ) পাওয়েল
(ঘ) ডেভিস
উত্তরঃ (ক) গিলবার্ট
(২) যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে -
(ক) অবরোহণ
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) আরোহণ
(ঘ) ক্ষয়ীভবন
উত্তরঃ (গ) আরোহণ
(৩) পৃথিবীর গভীরতম কার্স্টগুহাটি হলো -
(ক) কুবেরা
(খ) ম্যমথ
(গ) বোরা
(ঘ) গুফ্রে বার্জার
উত্তরঃ (ঘ) গুফ্রে বার্জার
(৪) মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হলো -
(ক) এলুভিয়েশন
(খ) ইলুভুয়েশন
(গ) ক্যালসিফিকেশন
(ঘ) আবহবিকার
উত্তরঃ (ঘ) আবহবিকার
(৫) মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো -
(ক) মৃত্তিকার pH
(খ) মৃত্তিকার গঠন
(গ) কলয়েড
(ঘ) সবকটিই ঠিক
উত্তরঃ (খ) মৃত্তিকার গঠন
(৬) ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে -
(ক) ঘূর্ণি
(খ) কুন্ডলী বলয়
(গ) চক্ষু
(ঘ) শীর্ষ
উত্তরঃ (গ) চক্ষু
(৭) জেট বায়ুর আবিষ্কর্তা হলেন -
(ক) জে সি ফারমেন
(খ) সি জি রসবি
(গ) জি ডবসন
(ঘ) জি ট্রেওয়ার্থা
উত্তরঃ (ঘ) জি ট্রেওয়ার্থা
(৮) উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জে মিলন স্থলকে বলে -
(ক) রসবি তরঙ্গ
(খ) জেট বায়ু
(গ) ওয়াকার সারকুলেশন
(ঘ) সীমান্ত
উত্তরঃ (ঘ) সীমান্ত
(৯) যে জলবায়ু অঞ্চলে জৈব বৈচিত্র সর্বাধিক, তা হল -
(ক) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
(খ) নাতিশীতোষ্ণ তৃণভূমি
(গ) তুন্দ্রা অঞ্চল
(ঘ) উষ্ণমেরু অঞ্চল
উত্তরঃ (ক) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
(১০) 'বায়োডাইভারসিটি হটস্পট' শব্দটি প্রথম ব্যবহার করেন -
(ক) মায়ারস
(খ) ডারউইন
(গ) বেরিল
(ঘ) হার্পার
উত্তরঃ (ক) মায়ারস
(১১) স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ও জলসেচের সুবিধা নেই, এমন স্থানে যে কৃষিপদ্ধতি অনুসৃত হয়, তা হল -
(ক) আর্দ্র কৃষি
(খ) শুষ্ক কৃষি
(গ) মিশ্র কৃষি
(ঘ) বাগিচা কৃষি
উত্তরঃ (খ) শুষ্ক কৃষি
(১২) শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হলো -
(ক) মিশ্র কৃষি
(খ) বাজার কৃষি
(গ) দুটি ঠিক
(ঘ) কোনোটিই ঠিক নয়
উত্তরঃ (ক) মিশ্র কৃষি
(১৩) যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুনমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হলো -
(ক) ব্যাপক কৃষি
(খ) উদ্যান কৃষি
(গ) মিশ্র কৃষি
(ঘ) স্থানান্তর কৃষি
উত্তরঃ (ঘ) স্থানান্তর কৃষি
(১৪) চিনের ধানের আধার বলা হয় -
(ক) হুনান প্রদেশকে
(খ) হুবেই প্রদেশকে
(গ) ইউনান প্রদেশকে
(ঘ) মিচুয়ান প্রদেশকে
উত্তরঃ (ক) হুনান প্রদেশকে
(১৫) উদ্যান কৃষিতে শাক সব্জির চাষকে বলে -
(ক) ফ্লোরি কালচার
(খ) পোমাম কালচার
(গ) ওলেরিকালচার
(ঘ) সিলভি কালচার
উত্তরঃ (গ) ওলেরিকালচার
(১৬) শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত, তা হল -
(ক) সয়াবিন
(খ) কফি
(গ) নারকেল
(ঘ) সূর্যমুখী
উত্তরঃ (গ) নারকেল
(১৭) শিকড় আলগা শিল্প হলো -
(ক) লৌহ ও ইস্পাত
(খ) পেট্রোকেমিক্যাল
(গ) খাদ্য প্রক্রিয়াকরণ
(ঘ) কার্পাস বয়ন
উত্তরঃ (ঘ) কার্পাস বয়ন
(১৮) ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে -
(ক) গুরুগ্রাম
(খ) চেন্নাই
(গ) পুনে
(ঘ) নাসিক
উত্তরঃ (খ) চেন্নাই
(১৯) ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি হলো -
(ক) হলদিয়া
(খ) ট্রাম্বে
(গ) জয়নগর
(ঘ) ডিগবয়
উত্তরঃ উপরের কোনোটিই নয় (জামনগর)
(২০) ২০১১ সালের জনগননা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনঘনত্ব হল -
(ক) ৩২৪ জন
(খ) ৩৮২ জন
(গ) ৩৪২ জন
(ঘ) ৩৯২ জন
উত্তরঃ (খ) ৩৮২ জন
(২১) ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো -
(ক) নিউদিল্লি
(খ) জয়পুর
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (ক) নিউদিল্লি
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ