LightBlog
Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 127
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 127

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 127


PART - B


১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ


১.১ যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে - তখন সেই রূপকে বলে -

(ক) জটিল রূপমূল

(খ) সমন্বয়ী রূপমূল

(গ) মিশ্র রূপমূল

(ঘ) আভিধানিক রূপমূল

উত্তরঃ (খ) সমন্বয়ী রূপমূল


১.২ উষ্ম ধ্বনির উদাহরণ 

(ক) স্‌, শ্‌,

(খ) ম, ঙ,

(গ) ড়, ঢ়

(ঘ) ট, ঠ

উত্তরঃ (ক) স্‌, শ্‌,


১.৩ ইস্টবেঙ্গল ক্লাব গঠিত হয় -

(ক) ১৯৯২

(খ) ১৯১১

(গ) ১৯২০

(ঘ) ১৯৯৩

উত্তরঃ (গ) ১৯২০


১.৪ অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা -

(ক) নীরদ সি চৌধুরী

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সুকুমার রায়

(ঘ) নীলমণি মিত্র

উত্তরঃ (ক) নীরদ সি চৌধুরী


১.৫ 'The Inner Eye - কার অনুভূতি অবম্বনে নির্মিত তথ্যচিত্র -

(ক) সত্যজিৎ রায়

(খ) সুভাষচন্দ্র বসু

(গ) হীরালাল সেন

(ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) সত্যজিৎ রায়


১.৬ 'ব্যাবিলন এতবার গুঁড়ো হল - ব্যাবিলন হল -

(ক) প্রাচীন রাজ্য

(খ) ঝুলন্ত উদ্যান

(গ) প্রাচীন মূর্তি

(ঘ) প্রাচীন সৌধ

উত্তরঃ (খ) ঝুলন্ত উদ্যান


অথবা, 'অলৌকিক' গল্পের অনুবাদক কে -

(ক) অনিন্দ্য সৌরভ

(খ) সৌরভ গাঙ্গুলি

(গ) শঙ্খ ঘোষ

(ঘ) কর্তার সিং দুগগাল

উত্তরঃ (ক) অনিন্দ্য সৌরভ


১.৭ The night is calling me-me-me' - কোন নাটকের উক্তি -

(ক) রোমিও জুলিয়েট

(খ) ওথেলো

(গ) ক্যান্ডিডা

(ঘ) ম্যাকবেথ

উত্তরঃ (গ) ক্যান্ডিডা


অথবা, 'নান্দীকার' নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? -

(ক) শম্ভু মিত্র

(খ) উৎপল দত্ত

(গ) বাদল সরকার

(ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়


১.৮ 'সারাজীবন প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল' - কার কথা বলা হয়েছে?

(ক) রজনী

(খ) রামব্রীজ

(গ) কালীনাথ

(ঘ) মহম্মদ

উত্তরঃ (গ) কালীনাথ


অথবা, 'সামমের কয়েকজন হাতটা উঁচু করে থাকে।' হাতে কী ছিল? -

(ক) ভাতের থালা

(খ) প্রচারপত্র

(গ) পাতাকা বা ফেস্টুন

(ঘ) বন্দুক

উত্তরঃ (গ) পাতাকা বা ফেস্টুন


১.৯ দ্বিতীয় লভসিনে অমর কোন চরিত্রে অভিনয় করেছে? -

(ক) পুলিশ 

(খ) সাহেব

(গ) নায়ক

(ঘ) বাস ড্রাইভার

উত্তরঃ (ক) পুলিশ 


অথবা, 'তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে' - কোন চরিত্রের ভূমিকায় মানাবে না -

(ক) মহম্মদ

(খ) দিলদার

(গ) সাজাহান

(ঘ) বক্তিয়ার

উত্তরঃ (খ) দিলদার


১.১০ 'নানা রঙের দিন' নাটকের চরিত্রের সংখ্যা -

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তরঃ (খ) দুই


অথবা, 'আমি তো চললাম - আবার দেখা হয় কিনা কে জানে' - বিভাব নাটকে ব্যবহৃত এই সংলাপ সে নাটকের -

(ক) পথিক

(খ) নবান্ন

(গ) সাজাহান

(ঘ) রাজা

উত্তরঃ (ক) পথিক


১.১১ 'অলস সূর্য বলতে বোঝানো হয়েছে -

(ক) অর্ধেক সূর্য

(খ) অস্তগামী সূর্য

(গ) ক্লান্ত সূর্য

(ঘ) উদীয়মান সূর্য

উত্তরঃ (খ) অস্তগামী সূর্য


১.১২ সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে -

(ক) কবির কল্পনা

(খ) কবির হৃদয়

(খ) সবুজ টুকু

(ঘ) কবির দেহ

উত্তরঃ (ঘ) কবির দেহ


১.১৩ 'রূপনারানের কূলে' - কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে -

(ক) শেষ লেখা

(খ) শেষ সপ্তক

(ঘ) শেষের কবিতা

(ঘ) আরোগ্য

উত্তরঃ (ক) শেষ লেখা


১.১৪ ড্রাইডোল হল -

(ক) এক ধরনের ফলের রস

(খ) শুকনো ছাতুর জল

(গ) শুকনো চাল চিবিয়ে খাওয়া

(ঘ) কলকাতার এক ধরনের খাবার

উত্তরঃ (গ) শুকনো চাল চিবিয়ে খাওয়া


১.১৫ মানুষ থাকলেও ঠিকই বুঝতও সে - কী বোঝায় কথা বলা হয়েছে?

(ক) বড়ো বাড়তে যজ্ঞের আয়োজন চলছে

(খ) বুড়ো কর্তা মারা গেছে

(গ) বড়ো পিসিমা অবিবাহিত

(ঘ) জলের টানে মানুষ ভেসে গেছে

উত্তরঃ (ঘ) জলের টানে মানুষ ভেসে গেছে


১.১৬ ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল -

(ক) সোমাবার

(খ) মঙ্গলবার

(গ) বুধবার

(ঘ) বৃহস্পতিবার

উত্তরঃ (খ) মঙ্গলবার


১.১৭ শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে -

(ক) ডাওর

(খ) পউয়ে বাদলা

(গ) ফাঁপি

(ঘ) ডাকের বচন

উত্তরঃ (খ) পউয়ে বাদলা


১.১৮ 'এক সময় দাগি ডাকাত ছিল' -

(ক) করিম ফরাজি

(খ) নিবারণ বাগদি

(গ) মোল্লা সাহেব

(ঘ) ভটচাজ মশাই

উত্তরঃ (খ) নিবারণ বাগদি


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close