LightBlog
Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 9
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 9

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 9


PART - B


১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ


১.১ কালো বিড়ালের লোম আনতে গেছে -

(ক) বাসিনী

(খ) উচ্ছব

(গ) বড়ো ছেলে

(ঘ) ভজন চাকর

উত্তরঃ (ঘ) ভজন চাকর


১.২ 'অনেক অনেক দূরে আছে।' - কী আছে? -

(ক) সমুদ্র

(খ) মেঘ-মদির মহুয়ার দেশ

(গ) কয়লা খনি

(ঘ) মহুয়া বন

উত্তরঃ (খ) মেঘ-মদির মহুয়ার দেশ


১.৩ বুড়িকে 'লাইলাহা ইল্লাল্ল' বলতে স্বকর্ণে কে শুনেছে? - 

(ক) নিবারণ বাগদি

(খ) মোল্লা সায়েব

(গ) করিম ফরাজি

(ঘ) ফজলু সেখ

উত্তরঃ (ঘ) ফজলু সেখ


১.৪ 'আমি দেখি' কবিতায় কবি কী তুলে আনার কথা বলেছেন?

(ক) পাথর

(খ) মাটি

(গ) গাছ

(ঘ) ইট

উত্তরঃ (গ) গাছ


১.৫ সতীশ মিস্তিরির ক-রকম ধানে মড়ক লেগেছিল?

(ক) দুই রকম

(খ) তিন রকম

(গ) চার রকম

(ঘ) পাঁচ রকম

উত্তরঃ (খ) তিন রকম


১.৬ নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল?

(ক) পুকুর পাড়ে

(খ) নদীর ধারে

(গ) ধান খেতে

(ঘ) জঙলে

উত্তরঃ (ঘ) জঙলে


১.৭ 'বৃষ্টির সঙ্গে বাতাসে জোরালো হলে' - তাকে বলা হয় -

(ক) ডাওর

(খ) পউযে বাদলা

(গ) ফাঁপি

(ঘ) বচন

উত্তরঃ (গ) ফাঁপি


১.৮ 'এ বাদলা লেগেছিল' -

(ক) বুধে

(খ) মঙ্গলে

(গ) শনিতে

(ঘ) সোমে

উত্তরঃ (খ) মঙ্গলে


১.৯ 'শিল্পকে যে মানুষ ভালোবেসেছে' - রজনীবাবুর মতে তাঁর - 

(ক) আনন্দ নেই 

(খ) দুঃখ নেই

(গ) বার্ধক্য নেই

(ঘ) মৃত্যু নেই

উত্তরঃ (গ) বার্ধক্য নেই


অথবা, 'বিভাব' নাটকে - 'বৌদি হলেন -

(ক) চিত্রা সেন

(খ) শোভা সেন

(গ) শাঁওলি মিত্র

(ঘ) তৃপ্তি মিত্র

উত্তরঃ (ঘ) তৃপ্তি মিত্র


১.১০ 'পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম' - উক্তিটি করেছেন - 

(ক) অমর

(খ) বৌদি

(গ) শম্ভু

(ঘ) বল্লভভাই

উত্তরঃ (খ) বৌদি


অথবা, রজনীবাবু রামব্রীজকে কতটাকা 'বকশিশ' দিয়েছিলেন?

(ক) চার টাকা

(খ) দুই টাকা

(গ) তিন টাকা

(ঘ) পাঁচ টাকা

উত্তরঃ (গ) তিন টাকা


১.১১ রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন -

(ক) কলেজে

(খ) জাহাজে

(গ) ডাক বিভাগে

(ঘ) পুলিশে

উত্তরঃ (ঘ) পুলিশে


অথবা, "বহুরূপী তখন লাটে উঠবে' 'বহুরূপী' একটি -

(ক) নাট্য গোষ্ঠী

(খ) সমিতি

(গ) গ্রাম

(ঘ) বিদ্যালয়

উত্তরঃ (ক) নাট্য গোষ্ঠী


১.১২ সংস্কৃত পরীক্ষার অমর কত পেয়েছিলেন -

(ক) বারো

(খ) তেরো

(গ) কুড়ি

(ঘ) পঁচিশ

উত্তরঃ (খ) তেরো


অথবা, যারা বলে 'নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প' - তারা সব -

(ক) গাধা

(খ) গোরু

(গ) ভেড়া

(ঘ) বোকা

উত্তরঃ (ক) গাধা


১.১৩ রবীন্দ্রনাথের 'সহজ পাঠ' গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন 

(ক) অন্নদাপ্রসাদ বাগচী

(খ) যামিনী রায়

(গ) নন্দলাল বসু

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) নন্দলাল বসু


১.১৪ মোহনবাগান ক্লাব গঠিত হয় -

(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে


১.১৫ 'ননসেন্স ক্লাব' -এর প্রতিষ্ঠাতা -

(ক) সত্যজিৎ রায়

(খ) ডঃ বিধানচন্দ্র রায়

(গ) সুকুমার রায়

(ঘ) কানন দেবী

উত্তরঃ (গ) সুকুমার রায়


১.১৬ 'আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন' - 

(ক) ফ্রেডারিক

(খ) ফিলিপ

(গ) সিজার

(ঘ) আলেকজান্ডার

উত্তরঃ (খ) ফিলিপ


অথবা, 'মর্দানা শুনেই ছুটে গেলো' - 

(ক) গুরু নানকের কাছে

(খ) বলী কান্ধারীর কাছে

(গ) রেল লাইনের দিকে

(ঘ) গড়িয়ে পড়া পাথরের দিকে

উত্তরঃ (খ) বলী কান্ধারীর কাছে


১.১৭ উষ্মধ্বনিটি হল -

(ক) ত্‌

(খ) শ্‌

(গ) ম্‌

(ঘ) ল্‌

উত্তরঃ (খ) শ্‌


১.১৮ 'সঞ্জননী ব্যাকরণ' - এর প্রবর্তক -

(ক) চমস্কি

(খ) ব্লুমফিল্ড

(গ) সোস্যুর

(ঘ) উইলিয়াম জোনস

উত্তরঃ (ক) চমস্কি


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close