Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 25-02-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 25-02-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর


প্রশ্নঃ ভারতের কিশোর দাবা গ্র্যান্ডমাস্টার, রমেশবাবু প্রজ্ঞানন্দ একটি অনলাইন দাবা টুর্নামেন্টে কোন দাবা চ্যাম্পিয়নকে পরাজিত করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন? -

(ক) Gari Kasporwa

(খ) Ian Napoleon

(গ) Magnus Carlsen

(ঘ) Alireza

উত্তরঃ (গ) Magnus Carlsen


প্রশ্নঃ রিচা ঘোষ সম্প্রতি কোন ক্রিকেট ফরম্যাটে দ্রুততম ফিফটি করা ভারতীয় মহিলা খেলোয়াড় হয়েছেন? -

(ক) টেস্ট ক্রিকেটে

(খ) একদিনের ক্রিকেটে

(গ) টি-টুয়েন্টি ক্রিকেটে

(ঘ) টি-টেন ক্রিকেটে

উত্তরঃ (খ) একদিনের ক্রিকেটে


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রী নবাব মালিককে ৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে? -

(ক) রাজস্থান

(খ) কেরালা

(গ) মহারাষ্ট্র

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (গ) মহারাষ্ট্র


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের ডিলিমিটেশন প্যানেল এই বছরের মে পর্যন্ত দুই মাস বাড়ানো হয়েছে? -

(ক) জম্মু ও কাশ্মীর

(খ) মণিপুর

(গ) আন্ধ্রপ্রদেশ

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (ক) জম্মু ও কাশ্মীর


প্রশ্নঃ সম্প্রতি কোন মুখ্যমন্ত্রী দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন? -

(ক) আসাম

(খ) মিজোরাম

(গ) নাগাল্যান্ড

(ঘ) ত্রিপুরা

উত্তরঃ (ঘ) ত্রিপুরা


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের মহিলা হকি দল ভারতের বিরুদ্ধে FIH প্রো লিগ ম্যাচের জন্য ভুবনেশ্বরে পৌঁছেছে? -

(ক) নরওয়ে

(খ) স্পেন

(গ) ফ্রান্স

(ঘ) আরজেন্টিনা

উত্তরঃ (খ) স্পেন


প্রশ্নঃ কোন দেশের নাগরিকরা খাদ্য মূল্যস্ফীতির বিরুদ্ধে অনলাইনে বিক্ষোভ করেছে? -

(ক) মালি

(খ) ইজিপ্ট

(গ) সুদান

(ঘ) কেনিয়া

উত্তরঃ (ঘ) কেনিয়া


প্রশ্নঃ মার্কিন মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মহাকাশ বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোন বছরে? -

(ক) ২০২৫

(খ) ২০২৭

(গ) ২০২৯

(ঘ) ২০৩১

উত্তরঃ (ঘ) ২০৩১


প্রশ্নঃ নিম্নলিখিত কোন দেশ সম্প্রতি তার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করেছে? -

(ক) রাশিয়া

(খ) জাপান

(গ) চিন

(ঘ) আমেরিকা

উত্তরঃ (খ) জাপান


প্রশ্নঃ হিমালয় ভেষজ সংরক্ষণে অবদান রাখার জন্য কোন রাজ্যে প্রথম "বায়োডাইভারসিটি পার্ক" প্রতিষ্ঠিত হয়েছে? -

(ক) হিমাচল প্রদেশ

(খ) অরুণাচল প্রদেশ

(গ) উত্তরাখন্ড

(ঘ) জাম্মু ও কাশ্মীর

উত্তরঃ (ক) হিমাচল প্রদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close