মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
বাংলা
পূর্ণমান ঃ ১৫
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ 'বুনো হাঁস' গল্পের ঘটনাস্থল
(ক) চিন
(খ) ভারতের লাডাক
(গ) সাইবেরিয়া
(ঘ) আলাস্কা
উত্তরঃ (খ) ভারতের লাডাক
১.২ বাড়ির জন্য মন কেমন করত -
(ক) বুনো হাঁসদের
(খ) জোয়ানদের
(গ) ডাক কর্মীদের
(ঘ) সাংবাদিকদের
উত্তরঃ (খ) জোয়ানদের
১.৩ বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিলা না -
(ক) টিনের মাছ
(খ) মাংস
(গ) তরকারি
(ঘ) ফলের কুচি
উত্তরঃ (খ) মাংস
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ 'এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো' - কী দেখা যাবে?
উত্তরঃ এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে যে দলে দলে বুন হাঁস তীরের ফলার মতো কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।
Download Model Activity Task 2022 Apps
২.২ বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কী করল?
উত্তরঃ বরফ পড়তে শুরু করলে জোয়ানরা আহত হাঁসটিকে তাবুতে নিয়ে এলো।
২.৩ একদিন সকালের কাজ এসে জোয়ানরা কী দেখল?
উত্তরঃ একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানদের দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ 'একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল।' - তারপর কী ঘটল?
উত্তরঃ লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে বুনো হাঁসটি ঝোপের উপর অসুস্থ হয়ে নেমে পড়ায় তার সঙ্গীটিও নেমে তার চারপাশে উড়তে লাগলো। বরফ পড়া শুরু হতেই জোয়ানরা আহত হাঁসটিকে নিয়ে তাবুতে ফিরে এলো ও তার শুশ্রূষা করতে শুরু করল। অপর হাঁসটি তার পিছনে তাবুতে ঢুকল। এরপর থেকে হাঁস দুটি তাবুতেই মুরগী রাখার খাঁচায় থাকার জায়গা পেল।
৩.২ '... জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়াল।' - তাদের আনন্দের কাজটি কী?
উত্তরঃ জোয়ানরা বরফ পড়তে শুরু করলে হাঁসদুটিকে তাঁবুতে নিয়ে এল। মুরগি রাখার খালি জায়গায় তাদের রেখে দিল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফলের কুচি খেতে দিত। হাঁসেদের দেখাশোনা করাটা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো।
৩.৩ একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি 'বুনো হাঁস' গল্পে কীভাবে প্রকাশ পেয়ছে?
উত্তরঃ আহত হাঁসকে ডানা ভেঙ্গে নিচে পড়ে যেতে যেতে তার সঙ্গী হাঁসটিও দল ছেড়ে তার সঙ্গে নেমে পড়ে। এমনকি জোয়ানরা আহত হাঁসটির কাছে গেলে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তাদের দিকে তেড়ে আসে। আহত হাঁসটি যখন একটু একটু করে সেরে উঠল তখন সে চাইলে উড়ে যেতে পারত। কিন্তু সে যাই নি। এভাবেই আহত হাঁসের প্রতি তার বন্ধু হাঁস পরম বন্ধুর মতো আচারণ করেছিল।
৪। নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো ঃ
'এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।' - শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল?
উত্তরঃ লীলা মজুমদারের লেখা বনোহাঁস গল্পে শীত কাটার পর নীচের পাহাড়ের বরফ গলে গেল। বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়লো। ন্যাড়া গাছে পাবার পাতা ও ফুলের কুঁড়ি গজিয়ে উঠল। আর সে সব পাখিরা শীতের সময় দক্ষিণে গেছিল তারা আবার উত্তর দিকে ফিরতে লাগলো।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ