2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
Download App For : Model Activity Task 2022
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো এসেছেন -
(ক) শরৎকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তরঃ (খ) শীতকালে
১.২ 'দেখবি যদি জলদি আয়।' - 'জলদি' শব্দের অর্থ -
(ক) ভোরবেলায়
(খ) তাড়াতাড়ি
(গ) ছুটে
(ঘ) ঘুম থেকে উঠে
উত্তরঃ (খ) তাড়াতাড়ি
১.৩ 'প্রথর প্রত্যুষে।' - 'প্রথর' শব্দের অর্থ -
(ক) কনকনে
(খ) অসহ্য
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক
উত্তরঃ (ক) কনকনে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিটি তার কাঁধে রয়েছে।
২.২ গল্পবুড়োর ঝোলায় কোন্ পাহাড়ের গল্প আছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে।
২.৩ 'এই থলেতে বন্দিনি।' - থলেতে কে 'বন্দিনি' অবস্থান আছে?
উত্তরঃ গল্প বুড়োর থলিতে কেশবতী নন্দিনী বন্দিনি অবস্থায় রয়েছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গল্পবুড়ো দিনের কোন্ সময়ে গল্প শোনাতে আসেন?
উত্তরঃ সুনির্মল বসুর লেখা "গল্পবুড়ো" কবিতায় গল্পবুড়ো শীতকালে যখন উত্তুরে হাওয়া বইতে থাকে তখন গল্প শোনাতে আসে।
৩.২ গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন?
উত্তরঃ কবি সুনির্মল বসুর লেখা "গল্পবুড়ো" কবিতায় চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায়।
৩.৩ 'বলব নাকো রূপকথা।' - গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না?
উত্তরঃ গল্পবুড়ো ভোরে ঘুম থেকে ওঠে গল্প শুনাতে আসবে না, গল্পবুড়ো তাদের মূর্খতা ভাঙানোর জন্য গল্প শোনাবে না।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো।
উত্তরঃ সুনির্মল বসুর "গল্পবুড়ো" কবিতায় দেখি, গল্পবুড়োর ঝোলায় নানারকম রূপকথার গল্প রয়েছে। দত্যি-দানবের গল্প, যক্ষিরাজ, রাজপুত্তুর পক্ষীরাজের গল্প, মনপবনের দাঁড়ে, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ বাঁধানো হিরা-মানিক, ঝলমলে সোনার কাঠি, টলমলে ময়নামতী মাঠ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট সবকিছুই রয়েছে গল্পবুড়োর তল্পিতে।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ