মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণোমান ঃ ১৫
১। ঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো -
(ক) আকৃতি
(খ) ভর
(গ) দৈর্ঘ্য
(ঘ) আয়তন
উত্তরঃ (খ) ভর
১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো -
(ক) জল থেকে বরফ হওয়া
(খ) জল থেকে বাষ্প হওয়া
(গ) বাষ্প থেকে জল হওয়া
(ঘ) বরফ থেকে জল হওয়া
উত্তরঃ (ঘ) বরফ থেকে জল হওয়া
১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো -
(ক) কাচ
(খ) লোহা
(গ) কাগজ
(ঘ) প্লাস্টিক
উত্তরঃ (খ) লোহা
২। একটি বাক্যে উত্তর দাওঃ
২.১ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে?
উত্তরঃ চাল থেকে কাঁকর আলাদা করার জন্য কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকরগুলো বেছে ফেলে নিতে হবে।
Download Model Activity Task 2022 Apps
২.২ কঠিন, তরল আর গ্যাস - এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?
উত্তরঃ কঠিনের নিজের আকার আছে।
২.৩ "গ্যাস ছড়িয়ে পড়ে" - একটি উদাহরণ দাও।
উত্তরঃ মশা মারার জন্য ধোঁয়া দিলে সেটি ছড়িয়ে পড়ে। গ্যাস ছড়িয়ে পড়ার এটি একটি উদাহরণ।
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ নুনজল থেকে নুনুকে আলাদা করবে কী করে?
উত্তরঃ থালায় করে নুনজল দুপুরের রোদে রেখে দিলে জলটা উবে যাবে আর নুনটা থালায় পড়ে থাকবে। এভাবেই নুনজল থেকে নুনকে আলাদা করা যাবে।
৩.২ "গ্যাসেরও ভর আছে" - একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
উত্তরঃ গ্যাস সিলিন্ডার যখন নতুন থাকে তখন তার ভর অনেক বেশী হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। এখানে থেকেই বোঝা যায় যে গ্যাসেরো ভর আছে।
৩.৩ পদার্থ বলতে কী বোঝো?
উত্তরঃ যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। যেমন - লোহা, ইট, কাঠ, বালি ইত্যাদি। কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের তিনটি অবস্থা।
৪। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ
৪.১ মেঘ কীভাবে তৈরি হয়?
উত্তরঃ সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর ইত্যাদি থেকে জল বাষ্পে পরিণত হয়। এই জলীয়বাষ্প বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে উঠে এবং উপরে গিয়ে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। সেই জলের ফোঁটাগুলি আবার একত্রিত হয়ে বড় জলের ফোঁটা তৈরি করে। বড় জলের ফোঁটা যখন আর ভাসতে পারে না তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি রূপে মাটিতে নেমে আসে।
অনেক সময় সেই জল আরো ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে তাই মাঝে মাঝে শিল পড়ে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ