2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান : ১৫
Download App For : Model Activity Task 2022
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো -
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান
উত্তরঃ (খ) জিভ
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় -
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাঁধের
উত্তরঃ (খ) পায়ের
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না -
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া
উত্তরঃ (গ) নখ
২. শূণ্যস্থান পূরণ করো :
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ __________ উপস্থিত।
উত্তরঃ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধি উপস্থিত।
২.২ লোহিত কণিকা কমে গেলে __________ হয়।
উত্তরঃ লোহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয়।
২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলো __________।
উত্তরঃ শিং আছে এমন একটি প্রাণী হলো গরু।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন্ অংশের কাজ হয়?
উত্তরঃ স্কিপিং-এর সময় শরীরের আঙুল, কবজি, কনুই, কাঁধ - সবেরই অনেক কাজ হয়।
৩.২ কী কারনে কানে শোনার অসুবিধে হয়?
উত্তরঃ কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়।
৩.৩ ব্যায়াম কেন উপকারী?
উত্তরঃ নিয়মিত ব্যায়াম খুব প্রয়োজনীয়। শারীরিক সুস্থতা ও ভালো স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম অতি আবশ্যক। ব্যায়াম বড় বড় রোগ যেমন হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও অন্যান্য রোগ হওয়ার ঝুঁকি কমায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
দাঁত মাজার নিয়ম কী?
উত্তরঃ মুখ সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হলে প্রথমে ভালো করে ব্রাশ করতে হবে। নীচের দাঁতে তলা থেকে ওপরে ও ওপরের দাঁতে ওপর থেকে নীচে ব্রাশ টানতে হবে। আর জিভছোলা দিয়ে জিভটা ঘষে নিতে হবে। তারপর কুলকুচি করতে হবে। তাহলেই সম্পূর্ণ মুখ পরিষ্কার করা হয়।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ