মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান ঃ ১৫
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ ডাক্তারবাবুর হাতে ছিল -
(ক) চশমা
(খ) ব্যাগ
গ) বই
(ঘ) স্যুটকেশ
উত্তরঃ (খ) ব্যাগ
১.২ ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে -
(ক) শিয়ালদহ
(খ) মেদিনীপুর
(গ) কারমাটার
(ঘ) বেলানগর
উত্তরঃ (গ) কারমাটার
১.৩ 'কুলি' যে নামে নিজের পরিচয় দিয়েছিল -
(ক) বিদ্যাসাগর
(খ) ঈশ্বর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
উত্তরঃ (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
Download Model Activity Task 2022 Apps
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন কেন?
উত্তরঃ ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করায় তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন।
২.২ কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল?
উত্তরঃ কুলি ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিয়েছিল।
২.৩ 'তিনি প্রতিজ্ঞা করলেন...' - ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন?
উত্তরঃ ডাক্তারবাবুর প্রতিজ্ঞা করলেন তিনি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবে না।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ 'একটি ট্রেন এসে দাঁড়াল'। - এরপর কী দেখা গেল?
উত্তরঃ "নিজের হাতে নিজের কাজ" গল্পে ট্রেন এসে দাঁড়ানোর পর ট্রেন থেকে এক বাঙালি ডাক্তার হাতে একটি ব্যাগ নিয়ে নামলেন। তিনি তার ব্যাগ বইতে লজ্জা বোধ করায় 'কুলি কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন।
৩.২ কুলি বলল, পয়সা লাগবে না'। - কেন সে একথা বলেছিল?
উত্তরঃ "নিজের হাতে নিজের কাজ" গল্পে কুলি হিসেবে যে ডাক্তারবাবুর ব্যাগ বয়ে দিয়েছিলেন সে আসলে কুলি নয়। ডাক্তারবাবু ব্যাগ নিয়ে সমস্যায় পড়েছিল বলে সে ব্যাগ বয়ে সাহায্য করেছিল মাত্র। একারণে তিনি পয়সা নিতে চায়নি।
৩.৩ 'নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন'। - তাঁর চমকে ওঠার কারণ কী?
উত্তরঃ "নিজের হাতে নিজের কাজ" গল্পে ডাক্তারবাবু যাকে কুলি মনে করেছিলেন সে আসলে কুলি নয়। সে ঈশ্বরচন্দ্র শর্মা। এমন একজন মহান মানুষকে দিয়ে ডাক্তারবাবুর কুলি হিসেবে ব্যাগ বইয়েছেন। একারণে তাঁর নাম ডাক্তারবাবু চমকে উঠলেন।
৪। নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো ঃ
'ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো'। - ডাক্তারবাবু কীভাবে 'উচিত শিক্ষা' লাভ করলেন?
উত্তরঃ "নিজের হাতে নিজের কাজ" গল্পে এক ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে নিজের ব্যাগ নিজে বইতে অসম্মান বোধ করলে, এক কুলি কে ডাকেন। কুলিটি তার ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর যখন ডাক্তারের কাছ থেকে পয়সা নিতে অস্বীকার করল তখন ডাক্তারবাবু জানতে পারলেন কুলিটির নাম ইশ্বরচন্দ্র শর্মা এবং তিনি শুধুমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করার জন্যই ব্যাগটি তুলেছিলেন, একথা শুনে ডাক্তার বাবু লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এবং তার উচিত শিক্ষা হলো।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ