2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
দ্বিতীয় শ্রেণি
মূল্যবোধের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা
Download App For : Model Activity Task 2022
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো :
(ক) আমার প্রতিজ্ঞা ঃ
__________ মা-র কথা শুনে এগোতেই চাই,
শিক্ষক, গুরুজনে যেন কাছে পাই -
উত্তরঃ বাবা মা-র কথা শুনে এগোতেই চাই,
শিক্ষক, গুরুজনে যেন কাছে পাই -
(খ) শরীরটাকে ফিট রাখতে
করবে __________,
উত্তরঃ শরীরটাকে ফিট রাখতে
করবে যোগাসন,
(গ) আমার প্রতিজ্ঞা ঃ
সব জাতি ধর্মকে দেব __________,
আমরা যে একজাতি আর এক প্রাণ।
উত্তরঃ সব জাতি ধর্মকে দেব সম্মান,
আমরা যে একজাতি আর এক প্রাণ।
(ঘ) সুস্বাস্থ্য ঃ
__________ পাশাপাশি
করবে খেলাধুলো
উত্তরঃ পড়ালেখার পাশাপাশি
করবে খেলাধুলো
(ঙ) সুস্বাস্থ্য ঃ
শরীর ও __________ যদি তুমি
সুস্থ রাখতে চাও,
সময়মতো ঘুমোও এবং
নিয়মমতো খাও।
উত্তরঃ শরীর ও মন যদি তুমি
সুস্থ রাখতে চাও,
সময়মতো ঘুমোও এবং
নিয়মমতো খাও।
(চ) দাঁতের যত্ন ঃ
খাবার খেলে খাদ্যকণা
দাঁতেই জমে থাকে,
পরিষ্কার তাই করতে হবে
__________ ফাঁকে ফাঁকে।
উত্তরঃ খাবার খেলে খাদ্যকণা
দাঁতেই জমে থাকে,
পরিষ্কার তাই করতে হবে
দাঁতের ফাঁকে ফাঁকে।
(ছ) চোখের যত্ন ঃ
চোখ মোছারই জন্যে রেখো
__________ বা তোয়ালে,
বই পড়বার সময় আলো
থাকবে রাত্রিকালে।
উত্তরঃ চোখ মোছারই জন্যে রেখো
রুমাল বা তোয়ালে,
বই পড়বার সময় আলো
থাকবে রাত্রিকালে।
(জ) দাঁতের যত্ন ঃ
__________ শোয়ার আগে, ভোরে
উঠবে যখন সবে,
মাজন বা পেস্ট দিয়ে তখন
দাঁত যে মাজতে হবে।
উত্তরঃ রাতে শোয়ার আগে, ভোরে
উঠবে যখন সবে,
মাজন বা পেস্ট দিয়ে তখন
দাঁত যে মাজতে হবে।
(ঝ) চোখের যত্ন ঃ
প্রতিদিনই নিয়ম করে
চার থেকে পাঁচবার,
জলের ঝাপটা দিয়ে কোরো
চোখটা __________।
উত্তরঃ প্রতিদিনই নিয়ম করে
চার থেকে পাঁচবার,
জলের ঝাপটা দিয়ে কোরো
চোখটা পরিষ্কার।
(ঞ) চোখের যত্ন ঃ
চোখ-ওঠা __________ হলে কিন্তু
চোখটা ঘষতে নেই,
ডাক্তার কাছে যেতে
বলবে সকলকেই।
উত্তরঃ চোখ-ওঠা রোগ হলে কিন্তু
চোখটা ঘষতে নেই,
ডাক্তার কাছে যেতে
বলবে সকলকেই।
শব্দঝুড়ি ঃ বাবা, যোগাসন, সম্মান, পড়ালেখার, মন, দাঁতের, রুমাল, রাতে, পরিষ্কার, রোগ।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ