LightBlog
Madhyamik Life Science ABTA Test Papers 2021-2022 Page - 84 Part - 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papers 2021-2022 Page - 84 Part - 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 84


বিভাগ - খ


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :


নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর উপযুক্ত (যে কোনো পাঁচটি) :


২.১ সাইনোভিয়াল গহ্বর অঞ্চলটিতে __________ পদার্থ পূর্ণ থাকে।

উত্তরঃ সাইনোভিয়াল তরল


২.২ মা বর্ণান্ধ হলে পুত্র _________ হবে।

উত্তরঃ বর্ণান্ধ


২.৩ DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোশচক্রের __________ দশায়।

উত্তরঃ S দশায়


২.৪ মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে _________ বলে।

উত্তরঃ শৈশব


২.৫ লিঙ্গ নির্ধারণে সাহায্যে করে ________ ক্রোমোজোম।

উত্তরঃ Y


২.৬ এক সংকর জননের টেস্ট ক্রশের অনুপাত হয় __________।

উত্তরঃ 1, 1


নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনো পাঁচটি) :


২.৭ মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায়।

উত্তরঃ ভুল


২.৮ ফ্ল্যাজেলা হল প্যারামিসিয়ামের গমন অঙ্গ।

উত্তরঃ ভুল


২.৯ অ্যামাইটোসিসে বেম তন্তু গঠিত হয়।

উত্তরঃ ভুল


২.১০ গর্ভযন্ত্র ডিম্বানু ও সহকারী কোষ নিয়ে গঠিত।

উত্তরঃ ভুল


২.১১ আধুনিক জিনতত্তের জনক হলেন মেন্ডেল।

উত্তরঃ ঠিক


২.১২ পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হল একটি।

উত্তরঃ ভুল


A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B - স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) ঃ

A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ 22A + Y

(ক) জনুক্রম

২.১৪ 2, 4-D

(খ) পেন্টোজ শর্করা

২.১৫ 3F. Hormone

(গ) শুক্রানুর ক্যারিওটাইপ

২.১৬ Dryopteris

(ঘ) ইনসুলিন

২.১৭ Daltonism

(ঙ) অ্যাড্রিনালিন

২.১৮ Ribose

(চ) আগাছানাশক


(ছ) বর্ণান্ধতা

উত্তরঃ


A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ 22A + Y

(গ) শুক্রানুর ক্যারিওটাইপ

২.১৪ 2, 4-D

(চ) আগাছানাশক

২.১৫ 3F. Hormone

(ঙ) অ্যাড্রিনালিন

২.১৬ Dryopteris

(ক) জনুক্রম

২.১৭ Daltonism

(ছ) বর্ণান্ধতা

২.১৮ Ribose

(খ) পেন্টোজ শর্করা


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ'টি) :


২.১৯ বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো : ACTH, GTH, ADH, TSH

উত্তরঃ ADH,


২.২০ BMR বৃদ্ধিতে কোন্‌ হরমোন সাহয্য করে?

উত্তরঃ থাইরক্সিন


২.২১ অনুবিস্তারণের একটি তাৎপর্য লেখো।

উত্তরঃ কম সময়ে অধিক উদ্ভিদ উৎপন্ন হয়।


২.২২ কোন বিজ্ঞানী ক্রওমোজোম শণাক্তরকণ করেন?

উতরঃ ওয়াল ডেয়ার


২.২৩ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

একসংকর জনন : পৃথকীভবনের সূত্র : : দ্বিসংকর জনন : __________

উত্তরঃ স্বাধীন সঞ্চারন


২.২৪ B থ্যালাসেমিয়ার কারণ লেখো।

উত্তরঃ ১১ নং অটোজমের ত্রুটির ফলে B থ্যালাসেমিতা হয়।


২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো - আডিটরি নার্ভ, ভেগাস নার্ভ, করোটি নার্ভ, অপটিক নার্ভ।

উত্তরঃ করোটি নার্ভ


২.২৬ পায়রার কোন্‌ পালক র‍্যাডার রূপে কাজ করে?

উতরঃ রেক্টিসেস পালক


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close