Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 141 Part -1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 141 Part -1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022 

HISTORY

PAGE – 141


বিভাগ - ক 


১। সঠিক উত্তরটি নির্বাচন  করো : 


১.১ বিপিনচন্দ্র পাল লিখেছেন -

(ক) সত্তর বৎসর

(খ) জীবন স্মৃতি

(গ) জীবনের ঝরাপাতা

(ঘ) আনন্দমঠ

উত্তরঃ (ক) সত্তর বৎসর


১.২ নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় -

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে


১.৩ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল -

(ক) চন্ডীদাস

(খ) দেনা পাওনা

(গ) জামাই ষষ্ঠী

(ঘ) রাজা হরিশ্চন্দ্র

উত্তরঃ (ঘ) রাজা হরিশ্চন্দ্র


১.৪ 'Historiography' কথাটির অর্থ -

(ক) ইতিহাসের উপাদান

(খ) ইতিহাস চর্চা

(গ) ঐতিহাসিক তথ্য

(ঘ) ইতিহাসের রূপ

উত্তরঃ (খ) ইতিহাস চর্চা


১.৫ ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন -

(ক) মেকলে

(খ) প্রিন্সেপ

(গ) কোলব্রুক

(ঘ) উইলসন

উত্তরঃ (ক) মেকলে


১.৬ ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল -

(ক) সংবাদ কৌমুদি

(খ) সমাচারদর্পন

(গ) বঙ্গদর্শন

(ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা

উত্তরঃ (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা


১.৭ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন -

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ বসু

(গ) জগদীশচন্দ্র বসু

(ঘ) চন্দ্রমুখী বসু

উত্তরঃ (গ) জগদীশচন্দ্র বসু


১.৮ বাংলায় নারীশিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রাজা রামমোহন রায়

(গ) ডেভিড হেয়ার

(ঘ) কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


১.৯ চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) গঙ্গানারায়ণ সিংহ

(খ) সুজন সিংহ

(গ) দুর্জন সিংহ

(ঘ) সিংগরাই

উত্তরঃ (গ) দুর্জন সিংহ


১.১০ 'দামিন-ই-শেহ'তে বসবাস করত -

(ক) ওয়াহাবিরা

(খ) ফরাজিরা

(গ) সাঁওতালরা

(ঘ) কোলরা

উত্তরঃ (গ) সাঁওতালরা


১.১১ 'হুল' শব্দের অর্থ -

(ক) বিদ্রোহ

(খ) বিপ্লব

(গ) ধারালো

(ঘ) ঠান্ডা

উত্তরঃ (ক) বিদ্রোহ


১.১২ 'খুঁৎকাঠি' কথার অর্থ -

(ক) বিদ্রোহ

(খ) একক মালিকানা

(গ) যৌথ মালিকানা

(ঘ) বেগার শ্রম

উত্তরঃ (গ) যৌথ মালিকানা


১.১৩ "Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) তারাচাঁদ

(গ) সুরেন্দ্রনাথ সেন

(ঘ) শশীভূষণ চৌধুরী

উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ সেন


১.১৪ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টব্দে

(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে


১.১৫ 'বন্দেমাতরম' সঙ্গীতটি আছে -

(ক) গোরা উপন্যাসে

(খ) আনন্দমঠ উপন্যাসে

(গ) বর্তমান ভারত গ্রন্থে

(ঘ) পথের দাবি গ্রন্থে

উত্তরঃ (খ) আনন্দমঠ উপন্যাসে


১.১৬ ভারতমাতা চিত্রটি আঁকেন -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর


১.১৭ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর


১.১৮ বাংলার প্রথম সংবাদপত্র হল -

(ক) সমাচার দর্পন

(খ) ক্যালকাটা গেজেট

(গ) বেঙ্গল গেজেট

(ঘ) ইন্ডিয়া গেজেট

উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট


১.১৯ ভারতে 'হাফটোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন -

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.২০ শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন -

(ক) উইলিয়াম উডবার্ন

(খ) উইলিয়াম কেরি

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) কৃষ্ণদাস মিস্ত্রি

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close