LightBlog
Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page -188 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page -188 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 188


বিভাগ - ক


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ বর্হিজাত শক্তির মূল উৎস হল -

(ক) সূর্য 

(খ) নদী

(গ) বায়ু

(ঘ) হিমবাহ

উত্তরঃ (ক) সূর্য 


১.২ প্রশস্ত নদীর মোহনাকে বলে -

(ক) ব-দ্বীপ

(খ) খাঁড়ি

(গ) প্লাবনভূমি

(ঘ) ক্যানিয়ন

উত্তরঃ (খ) খাঁড়ি


১.৩ পলল শঙ্কু ও পললব্যজনী গঠিত হয় -

(ক) পর্বতের উচ্চভাগে

(খ) পর্বতের পাদদেশে

(গ) ব-দ্বীপ অঞ্চলে

(ঘ) উপকূল অঞ্চল

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে


১.৪ 'Basket of egg topography' গঠন করে -

(ক) এসকার

(খ) গ্রাবরেখা

(গ) ড্রামলিন

(ঘ) হিমদ্রোনী

উত্তরঃ (গ) ড্রামলিন


১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলে -

(ক) প্লায়া

(খ) ওয়াদি

(গ) বাজাদা

(ঘ) পেডিমেন্ট

উত্তরঃ (খ) ওয়াদি


১.৬ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে -

(ক) খাদার

(খ) ভাঙ্গর

(গ) ভাবর

(ঘ) বেট

উত্তরঃ (গ) ভাবর


১.৭ ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ -

(ক) অষ্টমুদি

(খ) চিল্কা

(গ) কোলেবু

(ঘ) ভেম্বনাদ

উত্তরঃ (ঘ) ভেম্বনাদ


১.৮ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল -

(ক) ভাকরা-নাঙ্গাল

(খ) দামোদর

(গ) রিহান্দ

(ঘ) হিরাকুঁদ

উত্তরঃ (ক) ভাকরা-নাঙ্গাল


১.৯ ভারতে 'পশ্চিমী ঝঞ্ঝার পাদুভবি দেখা যায় -

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শীতকালে

(ঘ) শরৎকালে

উত্তরঃ (গ) শীতকালে


১.১০ ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে -

(ক) গ্রানাইট

(খ) ব্যাসল্ট

(গ) নিস

(ঘ) কাদাপাথর থেকে

উত্তরঃ (খ) ব্যাসল্ট


১.১১ একটি ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ হল -

(ক) বাবলা

(খ) তুঁত

(গ) মেহগিনি

(ঘ) গরান

উত্তরঃ (ঘ) গরান


১.১২ বলউইভিল যে গাছের ক্ষতিকারক পোকা -

(ক) ইক্ষু

(খ) চা 

(গ) কার্পাস

(ঘ) কফি

উত্তরঃ (গ) কার্পাস


১.১৩ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্রটি অবস্থিত -

(ক) জামশেদপুরে

(খ) গুরগাঁও-এ

(গ) পুনেতে

(ঘ) মুম্বাইতে

উত্তরঃ (গ) (খ) গুরগাঁও-এ


১.১৪ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় -

(ক) জলপাইগুড়ি

(খ) শিলিগুড়ি

(গ) কলকাতা

(ঘ) মুম্বাই শহরকে

উত্তরঃ (খ) শিলিগুড়ি


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close