Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
(গ) রাজ্যসভার সদস্যগণ
(ঘ) ভারতের জনগণ
উত্তরঃ (খ) লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
প্রশ্নঃ পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? -
(ক) লাইকেন
(খ) ছত্রাক
(গ) শেওলা
(ঘ) খামির
উত্তরঃ (খ) ছত্রাক
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে? -
(ক) ১৮ বছর
(খ) ২১ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ৩৫ বছর
উত্তরঃ (ঘ) ৩৫ বছর
প্রশ্নঃ অ্যালকোহল-জল মিশ্রণ থেকে জলকে আলাদা কর হয় কোন্ পদ্ধতিতে? -
(ক) ঊর্ধ্বপাতন
(খ) পাতন
(গ) বাষ্পীভবন
(ঘ) শোধন
উত্তরঃ (খ) পাতন
প্রশ্নঃ বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? -
(ক) ১১ই নভেম্বর
(খ) ১২ই নভেম্বর
(গ) ১৩ই নভেম্বর
(ঘ) ১৪ই নভেম্বর
উত্তরঃ (খ) ১২ই নভেম্বর
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ