Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কোন্ মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? -
(ক) চৈতন্য
(খ) শংকরাচার্য
(গ) মহাবীর
(ঘ) বুদ্ধদেব
উত্তরঃ (ঘ) বুদ্ধদেব
প্রশ্নঃ নীচের কোন্ ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? -
(ক) যতীন মজুমদার
(খ) তরুন ভট্টাচার্য
(গ) পন্ডিত রবিশঙ্কর
(ঘ) আর্য ভট্টাচার্য
উত্তরঃ (গ) পন্ডিত রবিশঙ্কর
প্রশ্নঃ ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন্ সালে? -
(ক) ১৭৫৫ সালে
(খ) ১৮০০ সালে
(গ) ১৮৫০ সালে
(ঘ) ১৯২০ সালে
উত্তরঃ (গ) ১৮৫০ সালে
প্রশ্নঃ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত? -
(ক) তামিলনাড়ু
(খ) ওড়িশা
(গ) কেরল
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ক) তামিলনাড়ু
প্রশ্নঃ মানব শরীরের কোন্ অংশে রক্ত জমাট বাঁধে না? -
(ক) শিরা
(খ) কৈশিক
(গ) ধমনী
(ঘ) মস্তিষ্ক
উত্তরঃ (গ) ধমনী
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ