Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? -
(ক) ১৫ই আগস্ট ১৯৪৭ সালে
(খ) ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে
(গ) ২৬শে জানুয়ারী ১৯৫১ সালে
(ঘ) ২৬শে জানুয়ারী ১৯৫০ সালে
উত্তরঃ (খ) ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে
প্রশ্নঃ রাষ্ট্রপতির অবর্তমানে সর্বোচ্চ কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন? -
(ক) দুই মাস
(খ) ছয় মাস
(গ) বারো মাস
(ঘ) তিন মাস
উত্তরঃ (খ) ছয় মাস
প্রশ্নঃ কত সালে আত্মীয় সভা প্রতিষ্টিত হয়েছিল? -
(ক) ১৮১৮ সালে
(খ) ১৮১৭ সালে
(গ) ১৮১৫ সালে
(ঘ) ১৮১২ সালে
উত্তরঃ (গ) ১৮১৫ সালে
প্রশ্নঃ কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? -
(ক) ৫ই নভেম্বর
(খ) ৫ই মার্চ
(গ) ৫ জুন
(ঘ) ৫ই জানুয়ারি
উত্তরঃ (গ) ৫ জুন
প্রশ্নঃ অর্থনীতির জনক কাকে বলে? -
(ক) নরম্যান বড়লগ
(খ) অধ্যাপক স্যুম্পিটার
(গ) অধ্যাপক রিকার্ডো
(ঘ) অ্যাডাম স্মিথ
উত্তরঃ (ঘ) অ্যাডাম স্মিথ
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ