Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোন্টি? -
(ক) আলাস্কার মালাসপিনা
(খ) গ্রিনল্যান্ডের কোয়ারেয়াক
(গ) আন্টার্কটিকার ল্যাম্বার্ট
(ঘ) আলাস্কার হুবার্ট
উত্তরঃ (গ) আন্টার্কটিকার ল্যাম্বার্ট
প্রশ্নঃ কেদারনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? -
(ক) রাজা গোপাদিত্য
(খ) আদি শঙ্করাচার্য্য
(গ) রানী সারমণি
(ঘ) গুরু অর্জন দেব
উত্তরঃ (খ) আদি শঙ্করাচার্য্য
প্রশ্নঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? -
(ক) ১লা ডিসেম্বর
(খ) ৩রা ডিসেম্বর
(গ) ২রা ডিসেম্বর
(ঘ) ৪ঠা ডিসেম্বর
উত্তরঃ (খ) ৩রা ডিসেম্বর
প্রশ্নঃ শেরশাহের আসল নাম কি? -
(ক) নিজাম খাঁ
(খ) ফরিদ খাঁ
(গ) হাজি মালিক
(ঘ) উলুঘ খাঁ
উত্তরঃ (খ) ফরিদ খাঁ
প্রশ্নঃ গরবা নৃত্য ভারতের কোন্ রাজ্যের বিশিষ্ঠ নৃত্য? -
(ক) রাজস্থান
(খ) গুজরাট
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার
উত্তরঃ (খ) গুজরাট
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ