Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ আফ্রিকা, ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? -
(ক) আরব মহাসাগর
(খ) পারস্য উপসাগর
(গ) লোহিত সাগর
(ঘ) ভূমধ্যসাগর
উত্তরঃ (ঘ) ভূমধ্যসাগর
প্রশ্নঃ "সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা" - গানটির লেখক হলেন -
(ক) মির আম্মান দেলভি
(খ) নাজির আহমেদ
(গ) মহম্মদ ইকবাল
(ঘ) মির্জা গালিব
উত্তরঃ (গ) মহম্মদ ইকবাল
প্রশ্নঃ মহাবিশ্বে কোন্ মৌলটি সবচেয়ে হালকা? -
(ক) গ্রাফাইট
(খ) সালফার
(গ) হাইড্রোজেন
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (গ) হাইড্রোজেন
প্রশ্নঃ কোন্ বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন? -
(ক) ১৭৯৩ সালে
(খ) ১৭৯২ সালে
(গ) ১৭৯১ সালে
(ঘ) ১৭৯০ সালে
উত্তরঃ (ক) ১৭৯৩ সালে
প্রশ্নঃ নৈনিতাল ঝিল ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) গুজরাট
(খ) উত্তরাখন্ড
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) আসাম
উত্তরঃ (খ) উত্তরাখন্ড
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ