Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? -
(ক) ১২টি
(খ) ২৪টি
(গ) ২৬টি
(ঘ) ১৩টি
উত্তরঃ (খ) ২৪টি
প্রশ্নঃ আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? -
(ক) মহাত্মা গান্ধী
(খ) রাজেন্দ্র প্রসাদ
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) বি আর আম্বেদকর
উত্তরঃ (ঘ) বি আর আম্বেদকর
প্রশ্নঃ ডাবের জলে কোন্ হরমোন থাকে? -
(ক) অক্সিটোসিন
(খ) কাইনিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) অক্সিন
উত্তরঃ (খ) কাইনিন
প্রশ্নঃ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা নিমলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন -
(ক) ইউরেনিয়াম সমৃদ্ধ
(খ) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ
(গ) হিউমাসে সমৃদ্ধ
(ঘ) লৌহ কণায় সমৃদ্ধ
উত্তরঃ (ঘ) লৌহ কণায় সমৃদ্ধ
প্রশ্নঃ নন্দবংশের শক্তিকে কোথায় পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? -
(ক) উজ্জয়িনী
(খ) মগধ
(গ) কনৌজ
(ঘ) তক্ষশীলা
উত্তরঃ (খ) মগধ
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ