Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত -
(ক) ভিক্টোরিয়া জলপ্রপাত
(খ) এঞ্জেল
(গ) স্টানলী
(ঘ) নায়াগ্রা
উত্তরঃ (খ) এঞ্জেল
প্রশ্নঃ পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন্ স্থান? -
(ক) শিকাগো
(খ) নিউইয়র্ক
(গ) রচেস্টার
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (ক) শিকাগো
প্রশ্নঃ দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন -
(ক) জয় চাঁদ
(খ) আব্দুল লোহানী
(গ) দৌলতখাঁ
(ঘ) হিমু
উত্তরঃ (ঘ) হিমু
প্রশ্নঃ ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক হলেন -
(ক) জি কে মেন্ডেল
(খ) ল্যামার্ক
(গ) রোনাল্ড রস
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (গ) রোনাল্ড রস
প্রশ্নঃ ভবানী সেনগুপ্তের ছদ্মনাম কি? -
(ক) জুভেনিস
(খ) চানক্য সেন
(গ) অনিয়া সেন
(ঘ) ঈশ্বর ত্রিপাঠী
উত্তরঃ (খ) চানক্য সেন
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ