Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা" - এটা কার নীতি ছিল? -
(ক) মুসোলিনী
(খ) স্ট্যালিন
(গ) হিটলার
(ঘ) লেনিন
উত্তরঃ (গ) হিটলার
প্রশ্নঃ বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? -
(ক) ২৩শে আগস্ট
(খ) ৪ঠা আগস্ট
(গ) ২২শে সেপ্টেম্বর
(ঘ) ৮ই সেপ্টেম্বর
উত্তরঃ (ঘ) ৮ই সেপ্টেম্বর
প্রশ্নঃ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত -
(ক) চলচ্চিত্র
(খ) কৃষি
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি
(ঘ) স্পোর্টস
উত্তরঃ (গ) বিজ্ঞান ও প্রযুক্তি
প্রশ্নঃ কোন্ যুদ্ধের দ্বারা ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের পত্তন ঘটে? -
(ক) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
(খ) তরাইনের যুদ্ধ
(গ) পানিপথের প্রথম যুদ্ধ
(ঘ) পলাশির যুদ্ধ
উত্তরঃ (ঘ) পলাশির যুদ্ধ
প্রশ্নঃ দেহতাপমাত্রা নিয়ন্ত্রনকারী মস্তিস্কের অংশটি হল -
(ক) থ্যালামাস
(খ) মেটাথ্যালামাস
(গ) এপিথেলামাস
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তরঃ (ঘ) হাইপোথ্যালামাস
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ