Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ বাতাসের শক্তি বলা হয় -
(ক) কেবলমাত্র গতিশক্তি
(খ) বিদ্যুৎশক্তি
(গ) কেবলমাত্র স্থিতিশক্তি
(ঘ) স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই
উত্তরঃ (ক) কেবলমাত্র গতিশক্তি
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে নিম্নোক্ত কারণেই অপসার করা যাবে -
(ক) কার্যে অদক্ষতার জন্য
(খ) সংবিধান বিরোধী কার্যের জন্য
(গ) অসততার জন্য
(ঘ) রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য
উত্তরঃ (খ) সংবিধান বিরোধী কার্যের জন্য
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি হলেন -
(ক) রাষ্ট্রের প্রধান
(খ) কেন্দ্রীয় সরকারের প্রধান
(গ) রাষ্ট্র এবং সরকার উভয়েরই প্রধান
(ঘ) উপরোক্ত কোনটিই নয়
উত্তরঃ (ক) রাষ্ট্রের প্রধান
প্রশ্নঃ সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেন -
(ক) মনমোহন সিং
(খ) মোরারজি দেশাই
(গ) পি ভি নরসিমা রাও
(ঘ) আটল বিহারি বাজপেয়ী
উত্তরঃ (খ) মোরারজি দেশাই
প্রশ্নঃ প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়? -
(ক) ১৯৬৩ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৯৫৫ সালে
(ঘ) ১৯৫১ সালে
উত্তরঃ (ঘ) ১৯৫১ সালে
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ