LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 03-12-2021 Part 4
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 03-12-2021 Part 4

 Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs



প্রশ্নঃ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? -

(ক) মহম্মদ আলি জিন্নহ

(খ) গান্ধীজি

(গ) মহম্মদ আলী

(ঘ) আব্দুল গফফর খান

উত্তরঃ (ঘ) আব্দুল গফফর খান


প্রশ্নঃ "ফিলোসফি জুলজিক" নামক গ্রন্থের লেখক হলেন -

(ক) মেন্ডেল

(খ) ল্যামার্ক

(গ) ডারউইন

(ঘ) হ্যালডেন

উত্তরঃ (খ) ল্যামার্ক


প্রশ্নঃ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন - এর বর্তমান নাম -

(ক) স্কটিশ চার্চ কলেজ

(খ) লেডি ব্রেবোর্ন কলেজ

(গ) লরেটো কলেজ

(ঘ) প্রেসিডেন্সি কলেজ

উত্তরঃ (ক) স্কটিশ চার্চ কলেজ


প্রশ্নঃ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু নীচের কোন্‌টি? -

(ক) অ্যালুমিনিয়াম

(খ) ক্যালসিয়াম

(গ) ম্যাগনেশিয়াম

(ঘ) সোডিয়াম

উত্তরঃ (ক) অ্যালুমিনিয়াম


প্রশ্নঃ ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল? -

(ক) শ্বাসকার্য বন্ধ করার জন্য

(খ) বাষ্পমোচন হার কম করার জন্য

(গ) বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য

(ঘ) সালোকসংশ্লেষ বৃদ্ধির জন্য

উত্তরঃ (খ) বাষ্পমোচন হার কম করার জন্য


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close