Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "মাই এঙ্কাউন্টার ইন পার্লামেন্ট" গ্রন্থটির লেখক কে? -
(ক) সলমান রুশদি
(খ) অপূর্ব পুরোহিত
(গ) বালচন্দ্র মুঙ্গেকর
(ঘ) রাস্কিন বন্ড
উত্তরঃ (গ) বালচন্দ্র মুঙ্গেকর
প্রশ্নঃ "পৃথিবীই সূর্যের চারদিকে ঘুরছে" - এই কথাটি প্রথম কে বলেছেন? -
(ক) বরাহমিহির
(খ) আর্যভট্ট
(গ) কোপারনিকাস
(ঘ) গ্যালিলিও
উত্তরঃ (খ) আর্যভট্ট
প্রশ্নঃ পদ্ম ফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধ্যা বেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হল -
(ক) সিসমোন্যস্টি
(খ) ফটোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যস্টি
উত্তরঃ (খ) ফটোন্যাস্টি
প্রশ্নঃ ভারতে প্রথম পাতাল রেল চালু হয় -
(ক) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ নীচের কোন্ দেশটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? -
(ক) চিন
(খ) জাপান
(গ) ফ্রান্স
(ঘ) রাশিয়া
উত্তরঃ (খ) জাপান
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ