দ্বিতীয় শ্রেণি
মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
পূর্ণমান - ৩০
১) ছবিগুলো আঁকো, রং করো এবং প্রতিটি ছবির ওপর তিনটি করে বাক্য লেখো।
উত্তরঃ
বিবরণ ঃ
(১) ওষুধ তৈরিতে ফুল কাজে লাগে।
(২) ফুল থেকে মধু হয়।
(৩) অনেক অনুষ্ঠানে ফুল ব্যবহৃত হয়।
উত্তরঃ
বিবরণ ঃ
(১) নদীমাতৃক আমাদের এই দেশের মানুষের প্রিয় খাদ্য মাছ।
(২) নদী-নালা, খাল-বিল, পুকুর ও বিভিন্ন জলাশয়ে মাছ থাকে।
(৩) মাছ চাষ করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।
উত্তরঃ
বিবরণ ঃ
(১) তোতা পাখির ঠোঁটের রং লাল হয়ে থাকে।
(২) তোতা পাখি ফলমূল এবং দানাশস্য খাদ্য হিসাবে গ্রহণ করে।
(৩) পাখির ডানা থাকায় তারা খুব সহজেই আকাশে উড়তে পারে।
২) Draw the picture of a school. Write three sentences on the school.
Answer :
(1) The school is the place that prepares us a good tomorrow.
(2) The classrooms of my school are wide, large and airy.
(3) Our school has a very large playground where we play sports.
দ্বিতীয় শ্রেণির অন্যান্য পর্ব ঃ
সমন্বয় স্থাপনে সক্ষমতা
সমস্যা সমাধানে সক্ষমতা
মানসিক ও শারীরিক সাধান
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ