LightBlog
WB Class 11 Geography Suggestion 2022 With Sure Common
Type Here to Get Search Results !

WB Class 11 Geography Suggestion 2022 With Sure Common

 

Class 11 Geography Suggestion 2022

 

     হেলো বন্ধুরা তোমাদের স্বাগত আমাদের এই ওয়েবসাইটে আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ২০২২-এর ভূগোলের একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি সম্পূর্ণ সাজেশনটি আমাদের একজন অভিজ্ঞ শিক্ষক (সুকেশ দেবনাথ-এর) দ্বারা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ কর্তৃক প্রদত্ত নতুন ও ৩৫% বাদ দেওয়া সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণির ভূগোলের এই সাজেশনটি তৈরি করা হয়েছে

     একাদশ শ্রেণির ভূগোল সিলেবাস 2022. একাদশ শ্রেণির ভূগোল সাজেশন. একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর ২০২২. class 11 geography book west bengal board. একাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়. ভূগোল class 11. শাস্ত্র হিসেবে ভূগোল. একাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়. একাদশ শ্রেণির ভূগোল সিলেবাস 2022. একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর ২০২২. class 11 geography book west bengal board. একাদশ শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায়. একাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়. একাদশ শ্রেণির সিলেবাস 2022 pdf. একাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়. একাদশ শ্রেণীর সাজেশন 2022 pdf. একাদশ শ্রেণির ভূগোল সিলেবাস 2022. একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর ২০২২. class 11 geography book west bengal board. একাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়. একাদশ শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায়. একাদশ শ্রেণীর সাজেশন 2022 pdf. একাদশ শ্রেণির সিলেবাস 2022 pdf. class 11 geography syllabus west bengal board.

 

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ


1.  ভূগোলের সংজ্ঞা দাও ()

2.  প্রাকৃতিক ভূগোলের যেকোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো ()

3.  ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি? ()

4.  প্রাকৃতিক মানবীয় ভূগোলের মধ্যে পার্থক্য কি? ()

5.  জীবভূগোলের বিভিন্ন শাখা আলোচনা করো ()

6.  Jig Sawfit কাকে বলে? ()

7.  পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জীন জেফরীর জোয়ার স্ফীত মতবাদ সংক্ষেপে লেখ ()

8.  সমুদ্র তলদেশের সম্প্রসারণের স্বপক্ষে যেকোনো দুটি সাক্ষ্য দাও ()

9.  সমস্থিতি বলতে কী বোঝো? ()

10.              ভূত্বকের গঠন প্রকৃতির ধারণা দাও ()

11.              চিত্রসহ পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে কান্টের তত্ত্বটি ব্যাখ্যা করো ()

12.              ভূত্বক গুরুমন্ডলের পার্থক্যগুলি উল্লেখ করো ()

13.              চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো ()

14.              পাত সঞ্চালনের দুটি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো ()

15.              অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? ()

16.              বেনি অফ মন্ডল বলতে কী বোঝো? ()

17.              বৃত্তচাপীয় দ্বীপমালা দুটি উদাহরণ দাও ()

18.              সিয়াল সিমার মধ্যে পার্থক্য লেখ ()

19.              পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপলাসের 'নীহারিকা মতবাদ' টি সংক্ষেপে লেখ ()

20.              মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখ ()

21.              ওয়েগনার প্রবর্তিত 'মহাদেশীয় সঞ্চালন মতবাদ' এর স্বপক্ষে যেকোনো দুটি প্রমাণ আলোচনা করো ()

22.              বিভিন্ন ধরনের পাত সীমান্তের সংজ্ঞা দাও ()

23.              প্রতিসারী পাত সীমান্তের যেসকল ভূমিরূপ সৃষ্টি হয় সে গুলি আলোচনা করো ()

24.              সূচার লাইন বলতে কী বোঝো? ()

25.              এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো ()

26.              গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে? ()

27.              প্রতিবিধান তলের সংজ্ঞা দাও ()

28.              শিলাস্তরে চ্যুতি কিভাবে সৃষ্টি হয়? ()

29.              অগ্ন্যুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ কর ()

30.              রিখটার স্কেল বলতে কী বোঝো? ()

31.              ঊর্ধ্বভঙ্গধারা অধভঙ্গধারা কাকে বলে? ()

32.              ভাঁজযুক্ত শিলার সৃষ্ট যেকোনো একটি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করো ()

33.              ক্যালডেরা কাকে বলে? ()

34.              একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির চিত্রসহ বর্ণনা করো ()

35.              ভূমিকম্পের প্রধান তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো ()

36.              ভূমিকম্পের 'P' তরঙ্গ 'S' তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ ()

37.              কোন্ পাতসীমানায় শিলা ভাঁজের সৃষ্টি হয়? ()

38.              চিত্রসহ স্বাভাবিক চ্যুতি বিপরীত চ্যুতির বর্ণনা দাও ()

39.              ভাঁজ এর যেকোনো দুটি গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো ()

40.              চিত্রসহ 'ঝুলন্ত প্রাচীর' 'পাদমূলক প্রাচীর' এর সংজ্ঞা দাও ()

41.              অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট যেকোনো তিন প্রকার উদবেধী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ()

42.              শিলাস্তরের ভাঁজে সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো ()

43.              ডাইক সিলের পার্থক্য নিরূপণ করো ()

44.              ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো ()

45.              প্রতিসম অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখ ()

46.              পাত সংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরি অগ্ন্যুদগমের কারণ ব্যাখ্যা করো ()

47.              চ্যুতি ভৃগু চ্যুতিরেখা ভৃগুর মধ্যে পার্থক্য কি? ()

48.              সোপান চ্যুতি থ্রাস্ট কাকে বলে? ()

49.              স্তুপ পর্বত গ্রস্থ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ ()

50.              'প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা' কাকে বলে? ()

51.              হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ()

52.              ইগনিমব্রাইট কাকে বলে? ()

53.              ক্র্যাটার ক্যালডেরার পার্থক্য লেখ ()

54.              ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখ ()

55.              আইসোসিসম্যাল লাইন হোমোসিসম্যাল লাইনের মধ্যে পার্থক্য কি? ()

56.              গভীর সমুদ্রের সমভূমি বলতে কি বোঝো? ()

57.              চুন জাতীয় সিন্ধুকর্দ বলতে কী বোঝো? ()

58.              লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন? ()

59.              সমুদ্রজলের লবনতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো ()

60.              'মৃতের সাগর' কাকে বলা হয় এবং কেন? ()

61.              চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোত গুলির বর্ণনা দাও ()

62.              লোহিত সাগরের জল আরব সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন? ()

63.              আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরাগুলির নাম করো ()

64.              অবস্থানের ওপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ()

65.              সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ গুলি লেখ ()

66.              প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত একটি শীতল স্রোতের নাম লেখ ()

67.              ভূ-মধ্যসাগরের জলে লবনতা বেশি কেন? ()

68.              সামুদ্রিক অপক্ষেপের কারণ কি? ()

69.              আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীরের গঠন বর্ণনা করো ()

70.              শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়? ()

71.              গ্র্যান্ড ব্যাংক এর গুরুত্ব কি? ()

72.              উৎপাদক খাদকের মধ্যে পার্থক্য নির্ণয় করো ()

73.              বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পদ্ধতি আলোচনা করো ()

74.              উৎপাদক বিয়োজকের মধ্যে তুলনা করো ()

75.              খাদ্য শৃংখলের বৈশিষ্ট্য গুলি লেখ ()

76.              খাদ্য পিরামিড বলতে কী বোঝো? ()

77.              বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদান গুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ()

78.              বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো ()

79.              'দশ শতাংশ সূত্র' ব্যাখ্যা করো ()

80.              খাদ্য শৃংখল খাদ্যজালের প্রধান পার্থক্য আলোচনা করো ()

81.              বিপরীত পিরামিড বলতে কী বোঝো? ()

82.              পুনর্ভব অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য নিরূপণ করো ()

83.              সম্পদে কার্যকারিতা তত্ত্ব ব্যাখ্যা করো ()

84.              অনন্য বা অদ্বিতীয় সম্পদ বলতে কি বোঝো? ()

85.              সম্পদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ()

86.              উদাহরণসহ নিরপেক্ষ উপাদান এর সংজ্ঞা দাও ()

87.              সম্পদ সৃষ্টিতে সংস্কৃতির প্রভাব আলোচনা করো ()

88.              "সম্পদ হলো প্রকৃতি, মানুষ সংস্কৃতির যুক্ত ফল" - উক্তিটি ব্যাখ্যা করো ()

89.              অবাধ সম্পদ কাকে বলে? ()

90.              সরলবর্গীয় অরণ্য অঞ্চলের কাষ্ঠ শিল্পের বিকাশের কারণ কি? ()

91.              নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলে কাষ্ঠ শিল্পের অনুন্নত কেন? ()

92.              ম্যানগ্রোভ অরণ্যে চারটি প্রধান বৈশিষ্ট্য লেখ ()

93.              সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? ()

94.              অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো ()

95.              লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত যে কোন তিনটি বৈশিষ্ট্য লেখ ()

96.              স্তেপস অঞ্চলটি বৈশিষ্ট্য লেখ ()

97.              ভারতে মৎস্যচাষের প্রধান বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে ব্যক্ত করো ()

98.              নাতিশীতোষ্ণ অঞ্চলে সামুদ্রিক মৎস্য চারণক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগলিক পরিবেশ বিশ্লেষণ করো ()

99.              ভারতে মাছ শিকারের অনুকূল অবস্থা গুলির বর্ণনা দাও ()

100.         উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্রে বিকাশলাভের কারণ কি কি? ()

101.         জাপানের মৎস্য চাষের অবনতির কারণ কি? ()

102.         ভারতে মৎস্য চাষের অনুন্নতির কারণগুলি কি কি? ()

103.         ক্যাটাড্রোমাস মাছের প্রকৃতি উল্লেখ করো ()

104.         ব্রাজিলের ভূমির ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো ()

105.         শহরাঞ্চলে ভূমির ব্যবহারের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ()

106.         আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারে পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো ()

107.         কানাডার ভূমি ব্যবহারের আলোচনা করো ()

108.         উত্তর ভারতে খালের সাহায্যে জল সেচের বিকাশের কারণ নির্দেশ করো ()

109.         ভারতের জলসেচ প্রয়োজন কেন? ()

110.         অত্যধিক জলসেচের কুফল গুলি আলোচনা করো ()

111.         বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি গুলি বর্ণনা করো ()

112.         জলবিভাজিকা বলতে কী বোঝো? ()

113.         জলবিভাজিকা ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো ()

114.         পাকিস্তানের জলসেচ ব্যবস্থার ওপর আলোকপাত করো ()

115.         মিশরে বিভিন্ন জলসেচ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো ()

116.         পৃথিবীর তিনটি প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী দেশের লৌহ আকরিকের বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও ()

117.         ভারতের খনিজ তেল উত্তোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ()

118.         প্রচলিত অপ্রচলিত শক্তির বিভিন্ন উৎস গুলির নাম লেখ ()

119.         আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদ বন্টনের একটি বিবরণ দাও ()

120.         মার্কিন যুক্তরাষ্ট্রে লৌহ আকরিকের বন্টন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো ()

121.         অচিরাচরিত শক্তির উৎস গুলি কি? ()

122.         দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন হওয়ার কারণ লেখ ()

123.         কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন? ()

124.         স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের হার বেশি কেন? ()

125.         সৌর বিদ্যুতের সুবিধা অসুবিধা কি কি? ()

126.         বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ এর কাঁচামাল গুলি কোন কোন দেশে পাওয়া যায়? ()

127.         মধ্যপ্রাচ্যে খনিজ তেলের বন্টনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ()

128.      মানচিত্রে স্থান চিহ্নিত করণ : -

 

·      উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র

 

·      দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

 

·      উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র

 

·      দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি

 

·      ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল

 

·      উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র


·      ভূমধ্যসাগরীয় অরণ্য

 

·      উষ্ণ অঞ্চলের তৃণভূমি

 

·      সরলবর্গীয় অরণ্য অঞ্চল

 

·      আফ্রিকার সাভানা

 

·      পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য

 

·        স্টেট বা মধ্য অক্ষাংশীয় তৃণভূমি

 

 

Class 11 All Suggestion 2022 PDF

See More…

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close