Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ খড়গপুর IIT কত সালে স্থাপিত হয়? -
(ক) ১৯৪৯ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫১ সালে
(ঘ) ১৯৫২ সালে
উত্তরঃ (গ) ১৯৫১ সালে
প্রশ্নঃ কোন্ সম্রাটের জন্য ময়ূর সিঙ্ঘাসন নির্মিত হয়েছিল? -
(ক) শাহজাহান
(খ) জাহাঙ্গীর
(গ) আকবর
(ঘ) শেরশাহ
উত্তরঃ (ক) শাহজাহান
প্রশ্নঃ খাদ্যশৃংখলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয় -
(ক) দূষক বিস্তার
(খ) জৈব বিস্তার
(গ) জৈবাজৈব বিস্তার
(ঘ) খাদ্য বিস্তার
উত্তরঃ (খ) জৈব বিস্তার
প্রশ্নঃ এলটনিয়ান পিরামিড হল -
(ক) ত্রিভুজাকার ভূমি পিরামিড
(খ) ইগনেটর পিরামিড
(গ) বর্গাকার পিরামিড
(ঘ) শক্তির পিরামিড
উত্তরঃ (ঘ) শক্তির পিরামিড
প্রশ্নঃ ল্যাংড়া আম কোথায় বেশি পাওয়া যায়? -
(ক) বীরভূম
(খ) মেদিনীপুর
(গ) মালদহ
(ঘ) নদীয়া
উত্তরঃ (গ) মালদহ
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022