Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ টারজান চরিত্রের সষ্ট্রা কে? -
(ক) ইয়ান চ্যাপেল
(খ) ইয়ান ফ্লেমিং
(গ) স্টিফেন হকিং
(ঘ) এডগার রাইস বারোজ
উত্তরঃ (ঘ) এডগার রাইস বারোজ
প্রশ্নঃ ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা কে? -
(ক) উমেশ গাঙ্গুলী
(খ) উইলিয়াম কেরি
(গ) এডওয়ার্ড জেনার
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (খ) উইলিয়াম কেরি
প্রশ্নঃ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন্ খেলার সাথে যুক্ত? -
(ক) হকি
(খ) কবাডি
(গ) ফুটবল
(ঘ) ক্রিকেট
উত্তরঃ (ক) হকি
প্রশ্নঃ সুন্দা খাত কোন্ মহাসাগরে অবস্থিত? -
(ক) আর্কটিক
(খ) ভারত
(গ) প্রশান্ত
(ঘ) আটলান্টিক
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ "ভিতরকণিকা জাতীয় উদ্যান" নিম্নের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উড়িষ্যা
(গ) আসাম
(ঘ) বিহার
উত্তরঃ (খ) উড়িষ্যা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ