Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ শোলা অরণ্য দেখা যায় -
(ক) পূর্বঘাট পর্বতে
(খ) বিন্ধ্য পর্বতে
(গ) পশ্চিমঘাট পর্বতে
(ঘ) হিমালয় পর্বতে
উত্তরঃ (গ) পশ্চিমঘাট পর্বতে
প্রশ্নঃ চিল্কা লেক হল একটি -
(ক) গ্রীষ্মকালে ইহা লবণাক্ত জলের হ্রদ
(খ) বর্ষাকালে ইহা স্বাদু জলের হ্রদ
(গ) স্বাদু জলের হ্রদ
(ঘ) লবণাক্ত জলের হ্রদ
উত্তরঃ (ঘ) লবণাক্ত জলের হ্রদ
প্রশ্নঃ Foehn কোথাকার স্থানীয় বায়ু? -
(ক) অস্ট্রেলিয়া
(খ) উত্তর কোরিয়া
(গ) সুইজারল্যান্ড
(ঘ) কানাডা
উত্তরঃ (গ) সুইজারল্যান্ড
প্রশ্নঃ "দি ডার্ক রুম" গ্রন্থটি কার লেখা? -
(ক) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) আর কে নারায়ন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) আর কে নারায়ন
প্রশ্নঃ নেপানগরে উৎপন্ন হয় -
(ক) কনট্যাক্ট লেন্স
(খ) সংবাদপত্র ছাপানো
(গ) দুধ
(ঘ) তামা
উত্তরঃ (খ) সংবাদপত্র ছাপানো
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ