Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় -
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শীতকালে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) গ্রীষ্মকালে
প্রশ্নঃ নালন্দা ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) গুজরাট
(খ) চন্ডীগড়
(গ) সিকিম
(ঘ) বিহার
উত্তরঃ (ঘ) বিহার
প্রশ্নঃ যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? -
(ক) ভূপেন্দ্রনাথ দত্ত
(খ) বারীন্দ্রকুমার ঘোষ
(গ) কৃষ্ণকুমার মিত্র
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (খ) বারীন্দ্রকুমার ঘোষ
প্রশ্নঃ প্রাচীন বেদ ঋগবেদে কতগুলি মন্ত্র আছে? -
(ক) ১০৩৬ টি
(খ) ১০৩২ টি
(গ) ১০২৮ টি
(ঘ) ১০১৪ টি
উত্তরঃ (গ) ১০২৮ টি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন্ পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত? -
(ক) জয়ন্তী পাহাড়
(খ) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
(গ) দার্জিলিং পর্বতশ্রেণি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ