Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ জওহরলাল নেহেরু ভারতের কোন্ শহরকে "মিনিয়েচার ইন্ডিয়া" বলেছিলেন? -
(ক) মুম্বাই
(খ) খড়গপুর
(গ) দিল্লি
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) দিল্লি
প্রশ্নঃ ফ্যাচ ময়দান টেনিসস্টেডিয়াম কোথায় অবস্থিত? -
(ক) উত্তর প্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (ঘ) হায়দ্রাবাদ
প্রশ্নঃ "সত্যার্থ প্রকাশ" কে রচনা করেন? -
(ক) সৈয়দ আহমদ খান
(খ) জ্যোতিবা ফুলে
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
(ঘ) আত্মারাম পান্ডু রঙ্গ
উত্তরঃ (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নঃ তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকরিত হয় তা হল -
(ক) ইনফ্রায়েড রশ্মি
(খ) আল্ট্রা ভায়োলেট
(গ) গামা রশ্মি
(ঘ) এক্স রশ্মি
উত্তরঃ (গ) গামা রশ্মি
প্রশ্নঃ পৃথিবীর আকৃতি -
(ক) আয়তকার
(খ) অভিগত গোলাকার
(গ) সমতল
(ঘ) গোলাকার
উত্তরঃ (খ) অভিগত গোলাকার
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ