Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস কোন্ ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? -
(ক) লর্ড ল্যান্সডাউন
(খ) লর্ড রিপন
(গ) লর্ড ডাফরিন
(ঘ) লর্ড লিটন
উত্তরঃ (গ) লর্ড ডাফরিন
প্রশ্নঃ মানুষের চোয়াল কোন্ শ্রেণীর লিভার? -
(ক) তৃতীয় শ্রেণির
(খ) দ্বিতীয় শ্রেণির
(গ) প্রথম শ্রেণির
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) তৃতীয় শ্রেণির
প্রশ্নঃ নীচের কোন্টি সঠিক? -
(ক) সমস্ত খনিজ পদার্থই হল আকরিক
(খ) সমস্ত আকরিকই হল খনিজ পদার্থ
(গ) একটি আকরিক কখনই খনিজ হতে পারে না
(ঘ) একটি খনিজ কখনই আকরিক হতে পারে না
উত্তরঃ (খ) সমস্ত আকরিকই হল খনিজ পদার্থ
প্রশ্নঃ জাড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত কোন্ রাজ্য? -
(ক) হিমাচল প্রদেশ
(খ) গুজরাট
(গ) অসম
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) হিমাচল প্রদেশ
প্রশ্নঃ শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? -
(ক) বিদ্যাসাগর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) দয়ানন্দ সরস্বতী
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (গ) দয়ানন্দ সরস্বতী
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ