Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কালিদাস কার সভাকবি ছিলেন? -
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) দ্বিতীয় পৃথ্বীরাজ
(গ) লক্ষণ সেন
(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ (ক) প্রথম চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের জনক -
(ক) সচিদানন্দ
(খ) বি আর আম্বেদকর
(গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তরঃ (খ) বি আর আম্বেদকর
প্রশ্নঃ আর্জেন্টিনার একটি মরুভূমির নাম? -
(ক) গ্রেট ভিক্টোরিয়া
(খ) আটাকামা
(গ) প্যাটাগোনিয়া
(ঘ) গোবি
উত্তরঃ (গ) প্যাটাগোনিয়া
প্রশ্নঃ সাধারণত কোন্ দিনে চন্দ্রগ্রহণ হয়? -
(ক) পূর্ণিমা ও অমাবস্যার দিনে
(খ) অমাবস্যার দিনে
(গ) পূর্ণিমার দিনে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) পূর্ণিমার দিনে
প্রশ্নঃ ভূমিকম্পের দেশ বলা হয় কোন্ দেশকে? -
(ক) থাইল্যান্ড
(খ) ভুটান
(গ) জাপান
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (গ) জাপান
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ