Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ সম্রাট অশোকের শিলালিপি থেকে তাকে অন্য কি নামে উল্লেখ করা হয়েছে? -
(ক) প্রিয়দর্শী
(খ) শৌর্যদিত্য
(গ) ধর্মকীর্তি
(ঘ) চক্রবর্তী
উত্তরঃ (ক) প্রিয়দর্শী
প্রশ্নঃ বারদলুই সত্যাগ্রহ হয়েছিল -
(ক) ১৯৩০ সালে
(খ) ১৯২৮ সালে
(গ) ১৯২৭ সালে
(ঘ) ১৯২৬ সালে
উত্তরঃ (খ) ১৯২৮ সালে
প্রশ্নঃ নীল বিপ্লব কথাটি কি অর্থে ব্যবহৃত হয়? -
(ক) মৎস্য উৎপাদন
(খ) অপ্রচলিত শক্তি
(গ) দুদ্ধ উৎপাদন
(ঘ) কয়লাখনি খনন
উত্তরঃ (ক) মৎস্য উৎপাদন
প্রশ্নঃ ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? -
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড রিপন
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তরঃ (ক) লর্ড ডালহৌসি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সঙ্গে কটি দেশের সীমানা সংযুক্ত? -
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ (ক) ৩টি
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ