LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 11-11-2021 Part 1
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 11-11-2021 Part 1

 Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs



প্রশ্নঃ বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো কোন্‌ রাজ্য? -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) কেরালা

(ঘ) গুজরাট

উত্তরঃ (ঘ) গুজরাট


প্রশ্নঃ প্রথম FIFA বিশ্বকাপ কতসালে অনুষ্ঠিত হয়েছিল? -

(ক) ১৯৩০ সালে

(খ) ১৯৩৩ সালে

(গ) ১৯৩৫ সালে

(ঘ) ১৯৪২ সালে

উত্তরঃ (ক) ১৯৩০ সালে


প্রশ্নঃ নীচের কোন্‌ ব্যক্টেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? -

(ক) স্ট্যাফিলোকক্কাস

(খ) সালমোনেল্লা

(গ) স্ট্রেপটোকক্কাস

(ঘ) ল্যাকটোব্যাসিলাস

উত্তরঃ (ঘ) ল্যাকটোব্যাসিলাস


প্রশ্নঃ আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় কবে? -

(ক) ১৫ই জুলাই

(খ) ১৬ই জুলাই

(গ) ১৭ই জুলাই

(ঘ) ১৮ই জুলাই

উত্তরঃ (ঘ) ১৮ই জুলাই


প্রশ্নঃ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? -

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) চিত্তরঞ্জন দাস

(গ) সূর্য সেন

(ঘ) রাসবিহারী বসু

উত্তরঃ (গ) সূর্য সেন


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close