Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ স্কটল্যান্ডের রাজধানীর নাম কী? -
(ক) বার্মিংহাম
(খ) এডিনবরা
(গ) লন্ডন
(ঘ) গ্লাসগো
উত্তরঃ (খ) এডিনবরা
প্রশ্নঃ ছত্রিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয়? -
(ক) ২০০০ সালে
(খ) ২০০৪ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৮ সালে
উত্তরঃ (ক) ২০০০ সালে
প্রশ্নঃ "স্বদেশ ও স্বাধীনতা" - বইটি কে লিখেছেন? -
(ক) অরবিন্দ ঘোষ
(খ) সুকুমার দত্ত
(গ) রমেশচন্দ্র দত্ত
(ঘ) অশ্বিনীকুমার দত্ত
উত্তরঃ (ঘ) অশ্বিনীকুমার দত্ত
প্রশ্নঃ কাতলা মাছের আঁশ কি প্রকৃতির? -
(ক) প্লাকয়েড
(খ) টিনয়েড
(গ) সাইক্লয়েড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সাইক্লয়েড
প্রশ্নঃ সি এন জি এর পুরো নাম কি? -
(ক) কার্বন ন্যাচারাল গ্যাস
(খ) কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
(গ) কনসেনট্রেটেড ন্যাচারাল গ্যাস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ