Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কোন্ প্রণীর বুদ্ধি সবচেয়ে বেশি? -
(ক) হনুমান
(খ) শিম্পাঞ্জি
(গ) বানর
(ঘ) শিয়াল
উত্তরঃ (খ) শিম্পাঞ্জি
প্রশ্নঃ "আইডলস" গ্রন্থটির রচয়িতা কে? -
(ক) রবি শাস্ত্রী
(খ) অনিল কুম্বলে
(গ) সৌরভ গাঙ্গুলি
(ঘ) সুনীল গাভাস্কার
উত্তরঃ (ঘ) সুনীল গাভাস্কার
প্রশ্নঃ "নিউক্লিয়ার রিয়েক্টর" - এ জ্বালানি ব্যবহার করা হয় তা হল? -
(ক) ইউরেনিয়াম
(খ) ক্যাডমিয়াম
(গ) ভারিজল
(ঘ) গ্রাফাইট
উত্তরঃ (ক) ইউরেনিয়াম
প্রশ্নঃ অরুনাচল প্রদেশে শিবালিক কি নামে পরিচিত? -
(ক) জাস্কর
(খ) মিরি
(গ) ঢ্যাং
(ঘ) ধুন্দুয়া
উত্তরঃ (খ) মিরি
প্রশ্নঃ "টি ক্যাপিটাল" - অফ ইন্ডিয়া হল -
(ক) ডিব্রুগড়
(খ) দার্জিলিং
(গ) কোয়েম্বাটুর
(ঘ) শিলিগুড়ি
উত্তরঃ (খ) দার্জিলিং
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ