Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের দেশের সর্বাধিক শতাংশ ম্যানগ্রোগ অরণ্য রয়েছে? -
(ক) উড়িষ্যা
(খ) আন্দামান ও নিকোবর
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) গুজরাট
উত্তরঃ (খ) আন্দামান ও নিকোবর
প্রশ্নঃ ভগৎ সিং কত সালে শহিদ হন? -
(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৩৩ সালে
(গ) ১৯৩২ সালে
(ঘ) ১৯৩১ সালে
উত্তরঃ (ঘ) ১৯৩১ সালে
প্রশ্নঃ তাতা কার ছদ্মনাম? -
(ক) রামমোহন রায়
(খ) সমরেশ বসু
(গ) সুভাষ মজুমদার
(ঘ) সুকুমার রায়
উত্তরঃ (ঘ) সুকুমার রায়
প্রশ্নঃ ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে -
(ক) পাঞ্জাব
(খ) উত্তরপ্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) বিহার
উত্তরঃ (খ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ পাগলাড়িয়া বাঁধ কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) মেঘালয়
(খ) পশ্চিমবঙ্গ
(গ) নাগাল্যান্ড
(ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ